শিরোনাম
◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে  ◈ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মি‌নি‌টেই শেষ ◈ দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আপনার শরীরে COVID-19 আছে কিনা কিভাবে বুঝবেন!

শাহনুজ্জামান টিটু : [২] সাম্প্রতিক একটি মেডিকেল জার্নালে তিনটি লক্ষণের কথা বলা হয়েছে। যেখান থেকে আপনি বুঝতে পা রবেন আপনার দেহে COVID-19 এর সংক্রমণ শুরু হয়েছে কিনা!

[৩] প্রথমত, আপনার দেহে করোনা থাবা বসালে প্রথম পাঁচদিন আপনার কাশির সঙ্গে শুকনো কফ থাকবে। দ্বিতীয়ত, হঠাৎ করেই খুব জ্বর আসবে। সেই জ্বর চট করে নামতে চাইবে না। তৃতীয়ত, জ্বরের সঙ্গে শুরু হবে শ্বাসকষ্ট। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে ফুসফুসে। ফুসফুস ফুলে ওঠা থেকে নানারকম সমস্যা দেখা দেবে শরীরে। সেই সঙ্গে সারা শরীরে ব্যথা এবং সর্দি থাকবে।

[৪] এখন আসুন ব্যাখা দেই।

১.আপনার সর্দি হয়েছে কিন্তু কাশি নেই। আপনার করোনা হয় নাই।

২. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে কিন্তু শুকনো কফ হয়নি মানে আপনার করোনা হয়নি।

৩. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়নি তারমানে আপনার করোনা হয়নি।

৪. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নেমে গেছে তারমানে আপনার করোনা হয়নি।

৫.আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নামেনি কিন্তু শ্বাসকস্ট হয়নি তারমানে আপনার করোনা হয়নি।

৬.আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নামেনি কিন্তু শ্বাসকস্ট হয়েছে তারমানে আপনার করোনা হয়েছে।

[৫] আপনার এই রোগের উপসর্গগুলো অবশ্যই নাই। তার মানে আপনার করোনা হয়নি কিন্তু হয়নি মানে যে করোনা হবে না তার কিন্তু আপনি নিশ্চয়তা দিতে পারেন না। তাই হাত ধৌত করুন, সুস্থ থাকার সব ধরনের চেস্টা করুন। যেন করোনাভাইরাস আপনার শরীরে প্রবেশ করলেও আপনার শরীরের এন্টিবডিগুলো সেই ভাইরাসগুলো মেরে ফেলতে পারে।

বাড়িতে থাকুন।করোনাকে ধ্বংস করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়