শিরোনাম
◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি ◈ সরকারি সুবিধা একীভূত করতেই ফ্যামিলি ও ফার্মার কার্ড: তারেক রহমান (ভিডিও) ◈ উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল ◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পাওয়া পোস্টাল ব্যালট গণনায় আসবে না

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আপনার শরীরে COVID-19 আছে কিনা কিভাবে বুঝবেন!

শাহনুজ্জামান টিটু : [২] সাম্প্রতিক একটি মেডিকেল জার্নালে তিনটি লক্ষণের কথা বলা হয়েছে। যেখান থেকে আপনি বুঝতে পা রবেন আপনার দেহে COVID-19 এর সংক্রমণ শুরু হয়েছে কিনা!

[৩] প্রথমত, আপনার দেহে করোনা থাবা বসালে প্রথম পাঁচদিন আপনার কাশির সঙ্গে শুকনো কফ থাকবে। দ্বিতীয়ত, হঠাৎ করেই খুব জ্বর আসবে। সেই জ্বর চট করে নামতে চাইবে না। তৃতীয়ত, জ্বরের সঙ্গে শুরু হবে শ্বাসকষ্ট। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে ফুসফুসে। ফুসফুস ফুলে ওঠা থেকে নানারকম সমস্যা দেখা দেবে শরীরে। সেই সঙ্গে সারা শরীরে ব্যথা এবং সর্দি থাকবে।

[৪] এখন আসুন ব্যাখা দেই।

১.আপনার সর্দি হয়েছে কিন্তু কাশি নেই। আপনার করোনা হয় নাই।

২. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে কিন্তু শুকনো কফ হয়নি মানে আপনার করোনা হয়নি।

৩. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়নি তারমানে আপনার করোনা হয়নি।

৪. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নেমে গেছে তারমানে আপনার করোনা হয়নি।

৫.আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নামেনি কিন্তু শ্বাসকস্ট হয়নি তারমানে আপনার করোনা হয়নি।

৬.আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নামেনি কিন্তু শ্বাসকস্ট হয়েছে তারমানে আপনার করোনা হয়েছে।

[৫] আপনার এই রোগের উপসর্গগুলো অবশ্যই নাই। তার মানে আপনার করোনা হয়নি কিন্তু হয়নি মানে যে করোনা হবে না তার কিন্তু আপনি নিশ্চয়তা দিতে পারেন না। তাই হাত ধৌত করুন, সুস্থ থাকার সব ধরনের চেস্টা করুন। যেন করোনাভাইরাস আপনার শরীরে প্রবেশ করলেও আপনার শরীরের এন্টিবডিগুলো সেই ভাইরাসগুলো মেরে ফেলতে পারে।

বাড়িতে থাকুন।করোনাকে ধ্বংস করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়