শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার মুক্তি সরকারকে অভিনন্দন দেয়া কিছু দেখছেন না বিএনপির নেতারা, তবে মুক্তির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখতে চান তারা

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এখানে অভিনন্দন বা প্রশংসা জানানোর কিছু নেই। কারণ তাকে তারা অন্যায়ভাবে দুই বছরের অধিক সময় ধরে বিনা দোষে কারাগারে আটকে রেখেছে। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। সর্ম্পূণ অন্যায়ভাবে খালেদা জিয়াকে সাংবিধানিক সব অধিকার ও চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। দেশনেত্রীর মুক্তিতে জাতি ও নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

[৩] বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম সরকারকে ধন্যবাদ বা প্রশংসা করার মত কিছু দেখছেন না। তবে পুরো বিষয়টিকে রাজনীতিতে ইতিবাচক হিসেবে দেখতে চান তিনি। বলেন, দেশে গত ১২ বছরের অধিক সময় ধরে হিংসাত্মক, প্রতিশোধমূলক, একত্ববাদি কর্তৃত্বের যে শাসন চলছে তা থেকে অবসান হোক।

[৪] তিনি বলেন, কাল্পনিক ও মিথ্যা মামলায় দেশনেত্রীকে সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হলো। এটা কোনোভাবে কাম্য বা গ্রহণযোগ্য হতে পারে না। সর্ম্পূণ অনৈতিকভাবে, অন্যায় আচারণ করা হয়েছে তার উপরে।

[৫] আহমদ আযম বলেন, স্বাধীনতার ৫০বছরে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজব্যবস্থায় যদি আমরা ইতিবাচক পথে না হাটতে পারি তাহলে আমরা জাতি হিসেবে শেষ হয়ে যাবো। এজন্য হিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে সহনশীল রাজনীতির সূচনা করার সময় এখনই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়