ইসমাঈল আযহার: [২] সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আব্দুল আলী গতকাল বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, মৃত ওই ব্যক্তির বয়স ৪৬ বছর। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২-এ। সৌদিতে সর্বশেষ একদিনে ১৩৩ জন করোনা শনাক্ত হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৯৮৯ জনে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি। আল আরাবিয়া, আল জাজিরা, সিএনএন, বিবিসি উর্দু
[৩] এদিকে বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, সৌদির মক্কা, মদিনা ও রিয়াদের কারফিউ প্রতিদিন ৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৩ মার্চ থেকে দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা দেন বাদশা সালমান।
[৪] ঘোষণায় বলা হয়, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিন কারফিউ বলবৎ থাকবে। বুধবার থেকে ওই তিন অঞ্চলে সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকাল ৩টা থেকে কারফিউ শুরু হবে।
[৫] সোমবার রাতে প্রথমবারের মতো সৌদি আরবের মদিনা শহরের একটি হাসপাতালে আফগানিস্তানের এক নাগরিক ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।