জাহিদুল হক, মানিকগঞ্জ প্রতিনিধি : [২] মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরি গ্রামকে বুধবার দুপুরে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
[৩] ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার জানান, নিহত ওই ব্যক্তির জ্বর কাশিতে মারা গেছেন। তবে ওই গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা ও করোনা বিস্তার রোধে নিহতের পরিবারসহ ছয়টি পরিবার এবং গ্রামটিকে লকডাউন করা হয়েছে। নিহত ব্যক্তির সাথে করোনা ভাইরাসের উপসর্গের মিল থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
[৪] তিনি আরো জানান, প্রশাসনকে না জানিয়ে খুব সকালেই নিহত ওই ব্যক্তির দাফন কাজ সম্পূর্ণ করে তার পরিবার। ওই গ্রামের স্থানীয় একব্যক্তির মাধ্যমে খবর পেয়ে নিহতের বাড়িতে যায় উপজেলা প্রশাসন। পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় নিহত ওই ব্যক্তি ঢাকার বাসায় জ্বর, কাশি নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা গেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ