আসিফুজ্জামান পৃথিল : [২] চীনের গত সপ্তাহের মধ্যে প্রথম কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছে। তবে এই রোগী চীনে আক্রান্ত হননি, আক্রান্ত হয়ে চীনে এসেছেন। এর উৎপত্তিস্থল উহানে। ইয়ন নিউজ, গ্লোবাল টাইমস
[৩] মার্চের শুরু থেকেই চীনে এই রোগের সংক্রমণ কমে আসছিলো। আবারও তা বাড়তে শুরু করেছে। এই রোগীদের সকলেই হয় ভিন্ন দেশ থেকে এসেছেন নাহয় অন্য দেশ থেকে আসা রোগীদের দ্বারা আক্রান্ত হয়েছেন।
[৪] প্রাদুর্ভাব যখন নিয়ন্ত্রণে, তখন এ ধরণের সংত্রমণ ভাবাচ্ছে বেইজিংকে দেশটির শঙ্কা আবার সংক্রমণের ২য় স্রোত শুরু হয়ে যেতে পারে।
[৫] চীনে এখন পর্যন্ত ‘বিদেশি’ করোনাভাইরাস দ্বারা আক্রান্ত রোগী ৪২৭জন।
[৬] মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস তার প্রথম পাতায় বিজ্ঞপ্তি আকারে আবারও জোরেসোরে কোয়ারান্টাইন চালুর তাগিদ দিয়েছে।