মাজহারুল ইসলাম : [২] এ ভাইরাসে স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৩৯ জনসহ মৃত্যু হয়েছে মোট ২ হাজার ৩১১ জনের। সেখানে অবস্থানরত ১৬ বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সময়টিভি
[৩] পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস থেকে জানা যায়, সারাবিশ্বের ১৯৫টি দেশের ৩ লাখ ৬৪ হাজার ৯৪৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৬৯ জন।
[৪] ওই ওয়েবসাইটটি জানাচ্ছে, বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ২ লাখ ৩৯ হাজার ৭১৬ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১১ হাজার ৮৫৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন। আর ২ লাখ ৩৯ হাজার ৭১৬ জনের অবস্থা স্থিতিশীল।
[৫] ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮১ হাজার ০৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ২৭০ জন।
[৬] মৃত্যুর দিক দিয়ে চীনের ছাপিয়ে গেছে ইতালি।এ দেশটিতে ৬৩ আজার ৯২৭ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৭ জনের। এর পরেই অবস্থান যুক্তরাষ্ট্রের। সেখানে ৪১ হাজার ৫৩৮ জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০১ জনের।