ভিকটর কে. রোজারিও : [২] করোনার প্রকোপ ঠেকাতে সরকারের নির্দেশ মেনে এ আহ্বান জানিয়েছেন কাথলিক সম্প্রদায়ের ঢাকা মহাধর্মপ্রদেশের অতিরিক্ত বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। তিনি বলেছেন, বয়সে যারা প্রবীণ ও শিশু, যাদের ঠাণ্ডা জ্বর, কাঁশি আছে এবং যারা দেশের বাইরে থেকে এসেছেন, তারা যেন গির্জায় না আসেন। সূত্র : প্রথম আলো।
[৩] যাজকবর্গের প্রার্থনার জন্য গির্জা খোলা থাকবে এবং প্রার্থনার সময় স্মরণ করিয়ে দেয়ার জন্য নির্দিষ্ট সময়ের ঘণ্টা বাজবে।
[৩] এদিকে চট্টগ্রাম মহধর্মপ্রদেশ ও রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের সব ধর্মপল্লীতে সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত খ্রিস্টযাগ, উপাসনা, সভা-সমাবেশ, পাপস্বীকার শোনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ দু’টি ধর্মপ্রদেশ থেকে ফেসবুক পেইজ ও ইউটিউবে উপাসনা লাইভ প্রচার করা হচ্ছে। সূত্র : ডিসিনিউজ।
[৪] মহামারী ঠেকাতে ইতালিতে সব ধরনের জমায়েত নিষিদ্ধ হওয়ায় ভিডিও লাইভে প্রার্থনা পরিচালনা করছেন পোপ ফ্রান্সিস। সম্প্রতি তিনি ঠাণ্ডায় আক্রান্ত হলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সূত্র : সময়টিভি।
[৫] বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও খ্রিস্টান সম্প্রদায়ের সবাইকে নিজের সুরক্ষা নিশ্চিত করে নিজ অবস্থানে থেকে দেশের সেবায় এগিয়ে আসতে ও মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন।
[৬] দিনাজপুর, খুলনা ও সিলেট ধর্মপ্রদেশের খ্রিস্টভক্তদেরও একই ধরনের পরামর্শ দেয়া হয়েছে।