শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রীয় কর্মসূচির পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করলো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো

আনিস তপন : সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সংসদের বিশেষ অধিবেশনও স্থগিত করা হয়েছে। সরকারিভাবে স্বাধীনতা দিবসের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মহানগর, জেলা, উপজেলা ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে সকল শাখা সংগঠনকেও এই সংবাদ সম্মেলন থেকে সব কর্মসূচি বাতিল করার নির্দেশ দিচ্ছি। কাজেই স্বাধীনতা দিবস উপলক্ষে এখন আর কোনো দলীয় কর্মসূচি থাকবে না।

দলটির কর্মীদের দায়িত্ব প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে সারাদেশের জনগণের মধ্যে বিজ্ঞানসম্মতভাবে করোনাভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করবে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সঠিক তথ্য প্রদান করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করবে এবং জনসমাগম হতে পারে এমন কর্মসূচি পরিহার করবে।

ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও শহর পর্যায়ে সাম্প্রতিক সময়ে বিদেশফেরত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে ওই সকল ব্যক্তির তথ্য স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কেন্দ্রে অবহিত করবেন এবং স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা দেবে।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস সংকট নিয়ে সব ধরনের গুজব, মিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং এই সকল অপকর্ম প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে জড়িত ব্যক্তিদের সম্পর্কে প্রশাসনকে অবহিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়