শিরোনাম
◈ দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের টেস্ট কোচ আজহার মাহমুদ ◈ আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে শুনানি ◈ সংকট নেই তবুও চড়া দাম: পেঁয়াজের বাজারে ‘শেষ মুহূর্তের’ মুনাফা লুটছে অসাধু চক্র ◈ মহাকাশ জয়ের পথে বাংলাদেশ: দেশেই তৈরি হবে রকেট ও স্যাটেলাইট, বসছে নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র ◈ আউন্সপ্রতি ৬০ ডলার ছাড়াল রুপা: বিশ্ববাজারে দামের নতুন রেকর্ড ◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে পুুলিশি হস্তক্ষেপে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ

হৃদয় ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি : [২] মৌলভীবাজারের কমলগঞ্জের সরইবাড়ি গ্রামে বেশ আনুষ্ঠানিকতার মাধ্যমে একটি বিয়ের আয়োজন করা হলে কমলগঞ্জ থানার পুলিশ গিয়ে এ বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দিয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মাসুক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

[৩] সরইবাড়ি গ্রামে মাসুক মিয়া তার মেয়ের বিয়ের ব্যাপক আয়োজন করেছিলেন। বর কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়ার ছেলে। বিয়ের জন্য কনের বাড়িতে সামিয়ানা টাঙানোসহ বরযাত্রী ও আমন্ত্রিত অতিথিদের বসে খাবারের জন্য প্যান্ডেল করা হয়েছিল। এজন্য বড় আকারের খাবারের আয়োজন করা হয়।

[৪] ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে সকাল ১১টায় পুলিশের একটি দল সরইবাড়ি গ্রামের কনের বাড়ি গিয়ে লোক সমাগম করে খাবার দাবার ও বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

[৫] কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান দেশ রূপান্তরকে জানান, পুলিশ নিজ উদ্যোগে ও জনপ্রতিনিধিদের মাধ্যমে আগেই জানানো হয়েছে কোন আনুষ্ঠানিকতা ও লোক সমাগম করে বিয়ের আয়োজন করা যাবে না। ইতোমধ্যেই রহিমপুর ইউপির একটি বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে প্রশাসন কমিউনিটি সেন্টার মালিককে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছিল। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়