শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে পুুলিশি হস্তক্ষেপে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ

হৃদয় ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি : [২] মৌলভীবাজারের কমলগঞ্জের সরইবাড়ি গ্রামে বেশ আনুষ্ঠানিকতার মাধ্যমে একটি বিয়ের আয়োজন করা হলে কমলগঞ্জ থানার পুলিশ গিয়ে এ বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দিয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মাসুক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

[৩] সরইবাড়ি গ্রামে মাসুক মিয়া তার মেয়ের বিয়ের ব্যাপক আয়োজন করেছিলেন। বর কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়ার ছেলে। বিয়ের জন্য কনের বাড়িতে সামিয়ানা টাঙানোসহ বরযাত্রী ও আমন্ত্রিত অতিথিদের বসে খাবারের জন্য প্যান্ডেল করা হয়েছিল। এজন্য বড় আকারের খাবারের আয়োজন করা হয়।

[৪] ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে সকাল ১১টায় পুলিশের একটি দল সরইবাড়ি গ্রামের কনের বাড়ি গিয়ে লোক সমাগম করে খাবার দাবার ও বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

[৫] কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান দেশ রূপান্তরকে জানান, পুলিশ নিজ উদ্যোগে ও জনপ্রতিনিধিদের মাধ্যমে আগেই জানানো হয়েছে কোন আনুষ্ঠানিকতা ও লোক সমাগম করে বিয়ের আয়োজন করা যাবে না। ইতোমধ্যেই রহিমপুর ইউপির একটি বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে প্রশাসন কমিউনিটি সেন্টার মালিককে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছিল। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়