রাশিদ রিয়াজ : [২] ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যখন কেউ নিজের হোটেল বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় অবশ্যই এটা তাকে আঘাত করে। করোনাভাইরাসও ব্যাবসায়ীক ক্ষতির মাধ্যমে আমাকে আঘাত করেছে। হিলটন হোটেল সহ বিশে^র বড় বড় হোটেল ক্ষতির মুখে পড়েছে। সিএনএন
[২] ট্রাম্প বলেন তার হোটেল, রিসোর্ট, গল্ফকোর্স বন্ধ রাখা বরং তাদের জন্যে উপকার হবে যারা এসব স্থানে আসতেন। বন্ধ থাকায় তারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবেন। স্পুটনিক
[৩] তবে লসএ্যাঞ্জেলস ও মিয়ামিতে ট্রাম্পের গল্ফকোর্সগুলো বন্ধ রাখা হলেও নিউইয়র্ক ও ওয়াশিংটনে তার হোটেলগুলো আংশিক বন্ধ রাখা হয়েছে।
[৪] গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে হোটেল ব্যবসায় ধস নামে ২৪ শতাংশ।