শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১১২ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৩৯

ইয়াসিন আরাফাত : [২] যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দেশটিতে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছেই।এখন পর্যন্ত দেশটিতে করোনায় মত্যুর সংখ্যা ৪১৪ জন, আক্রান্ত ৩৩ হাজার ৩৪৬ জন। সিএনএন,এনবিসি, নিউ ইয়র্ক টাইমস

[৩] এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্যে। ফলে স্থানীয় কর্তৃপক্ষ মহামারি করোনাকে প্রতিরোধে ও প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধে কেন্দ্রীয়ভাবে আরও বেশি পদক্ষেপ নেয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।তারা জানিয়েছেন, কেন্দ্রীয়ভাবে পদক্ষেপ নেয়া না হলে আরও বেশি মানুষ প্রাণ হারাবেন।

[৪] সর্বশেষ খবর অনুযায়ী শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত হয়ে ১১৪ জন প্রাণ হারিয়েছেন।

[৫] দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের সিনেটর রেন্ড পলের দেহেও রোববার করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

[৬] নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও উভয়েই রোববার চিকিৎসা সামগ্রীসহ অন্যান্য সেবাসমাগ্রীর অত্যাবশ্যকীয় চাহিদা পূরণে হোয়াইট হাউসকে আরও বেশি জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

[৭] রোববার এক সাক্ষাৎকারে মেয়র ব্লাসিও বলেন, যদি প্রেসিডেন্ট সক্রিয় ভূমিকা না নেন, তাহলে যারা বাঁচতে পারতেন তারাও হয়তো মারা যাবেন। আগামী ১০ দিনের মধ্যে আমরা যদি আরও ভেন্টিলেটর না পাই তাহলে অনেক মানুষ হয়তো মারা যাবেন, যাদের হয়তো মরতে হতো না।

[৮] এদিন গভর্নর কুওমো কেন্দ্রীয় সরকারের প্রতি আরও বেশি চিকিৎসা সামগ্রী সরবরাহ করার জোর দাবি জানিয়ে বলেন, সময়টা খুব গুরুত্বপূর্ণ, প্রতি মিনিট হিসাব করতে হচ্ছে এবং এটা আসলেই জীবন ও মরণের বড় একটা প্রশ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়