শিরোনাম
◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল ◈ ক্যাসিনোহোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, দিতে হবে জরিমানা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি বিশ্বাস করি, বাংলাদেশ মরিয়া চেষ্টা চালাবে বাংলাদেশের সে সামর্থ্য ও পরিস্থিতি আছে

 

আর রাজী: আমি জানি বাংলাদেশের পরিস্থিতি কী। অনেক অনেক দেরি হয়ে গেছে। আমরা খুব ভালো থাকতে পারতাম। কিন্তু সেটা হয়নি। কিন্তু তারপরও আমি বিশ্বাস করি যে বাংলাদেশ মরিয়া চেষ্টা চালাবে এবং বাংলাদেশের সে সামর্থ্য ও পরিস্থিতি আছে। আমাদের যে চিকিৎসকরা আছেন তারা সব সময়ই অত্যন্ত সীমিত সম্পদের মধ্যেই চিকিৎসা দেন। কিন্তু মেধায় ও চর্চায় তারা আমাদের সেরা সন্তান। অতুলনীয় যোগ্য। আমাদের সেনাবাহিনী এবং তাদের চিকিৎসা/চিকিৎসাসহ সার্বিক ব্যবস্থাপনা দুর্দান্ত। আমাদের যে ওষুধ শিল্প প্রতিষ্ঠান আছে তারা যেকোনো অগ্রগতিকে আত্মস্থ করতে সক্ষম। যে ওষুধই তৈরি করতে হয়, কাঁচামালের যোগান পেলে তারা তা করতে সক্ষম। আমাদের আছে বিশ্বমানের পোশাক তৈরির প্রতিষ্ঠান। তারাও অনেক অনেক ভূমিকা রাখতে সক্ষম। আর আছে সচেতন মানুষের বিশাল সংখ্যা যারা তথ্য প্রচারে, সচেতনতা তৈরিতে দারুণ তৎপর। আছে আমাদের কৃষককুল। কোনো পরিস্থিতিতেই খাদ্যের সংকট যারা হতে দেন না।

প্রকৃতি আমাদের অনেক অনেক ছাড় দিয়েছে। করোনা এ দেশে এসেছে অনেক পরে, ধীর পায়ে। আমরা অনেক অনেক বিজ্ঞানসম্মত তথ্য পেতে সক্ষম হচ্ছি এবং আগামীতেও তা পাবো। আর পাবো বৈশ্বিক সাহায্য সহযোগিতা। তবে আমরা এও জানি, রাজনৈতিক নেতৃত্বকে আমরাই ভেতর থেকে ফোপরা করে ফেলেছি। এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতেই হবে। কিন্তু আমার বিশ্বাস, এই মুহূর্তে সেই অতিদুর্বল রাজনৈতিক নেতৃত্বও কিছু দৃঢ় ভূমিকা রাখতে বাধ্য হবে। দেশের জনমত, বৈশ্বিক চাপ তাদের সে ভূমিকা রাখতে বাধ্য করবেই। কেবল এটুকু হলেই এ দেশে অনেক মানুষ বেঁচে যাবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়