শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফের মালয়েশিয়া যাওয়ার চেষ্টা নারীসহ১২রোহিঙ্গা উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি: [২] কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে পৃথক অভিযান চালিয়ে নারীসহ ১২রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকালে উপজেলার বাহারছড়া শীলখালী ও সদরের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে দশ নারী ও দুইজন পুরুষ রয়েছে। এরা সবাই উখিয়া উপজেলার বালুখালী,জামতলি,শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

[৩] বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই জহিরের নেতৃত্বে সকালে শীলখালী এলাকা থেকে মালয়েশিয়াগামী ছয় নারী রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

[৪] এছাড়া অপরদিকে একইদিন ভোরে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মেম্বারের নেতৃত্বে নারীসহ ছয় রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এদের মধ্যে চারজন নারী দুইজন পুরুষ রয়েছে। স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মেম্বার বলেন,দালালেরা মহেশখালিয়া পাড়া পয়েন্ট দিয়ে সমুদ্র পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ৬রোহিঙ্গাকে জড়ো করে।ট্রলারে উঠার জন্য অপেক্ষামান ছিল।এসময় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

[৫] এ ব্যাপারে টেকনাফের মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন,দালালরা এসব রোহিঙ্গাদেরকে মালয়েশিয়ায় পাচারের জন্য শীলখালী ও দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় জড়ো করেছিল।গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বার রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।এদের মধ্যে দশ নারী, দুইজন পুরুষ রয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব ক্যাম্পের মাঝিদের জিম্মায় পাঠানো হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়