শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৪:২৯ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দেড় কোটি টাকা মূল্যের ইয়াবাসহ আটক ৪

সুজন কৈরী : [২] নারায়ণগঞ্জের মদনপুর থেকে শুক্রবার গভীর রাতে ৪৭ হাজার ৩২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। আটককৃতরা হলেন- জামাল হোসেন, তানভীর হাসান, শফিকুল ইসলাম ও জামাল উদ্দিন। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক বিক্রির নগদ ১২ হাজার ৭০০ টাকা, ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

[৩] র‌্যাব-১১ এর অধিনায় লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার বলেন, কক্সবাজারের একটি ইয়াবা পাচারকারী চক্র মাইক্রোবাসে করে মদনপুর রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা সরবরাহ করার তথ্যে ব্যাটালিয়নের একটি দল ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। রাত আড়াইটায় একটি মাইক্রোবাস ওই ফিলিং স্টেশনে থামে এবং মাইক্রোবাস থেকে ২টি পোটলা গ্রহনের সময় হাতে নাতে জামাল ও তানভীরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া পোটলার ভিতর ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

[৪] তিনি আরও বলেন, ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টাকালে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস থামানো হয়। এরপর মাইক্রোবাসের ভিতরে থাকা শফিকুল ও জামালকে আটক করা হয়। মাইক্রোবাস তল্লাশি করে পেছনের শাটার দরজার প্যাডের ভিতরে রাখা ৩৭ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৫] র‌্যাবের এ কর্মকর্তা বলেন, মাদক ব্যবসায়ী শফিকুলের বাড়ি কক্সবাজার সদরের ইসলামপুর ও জামালের বাড়ি চকরিয়ার ভরামহরী এলাকায়। জামাল হোসেন ও তানভীরের বাড়ি বরিশালের উজিরপুরের মশাং ও বাবরখানা এলাকায়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে অভিনব কৌশলে ইয়াবা এনে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকাসহ আশপাশের এলাকায় কেনা-বেচা করছিলেন। এছাড়াও তারা বরিশাল অঞ্চলেও ইয়াবা সরবরাহ করতেন।

[৬] আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

  • সর্বশেষ
  • জনপ্রিয়