সুজন কৈরী : [২] নারায়ণগঞ্জের মদনপুর থেকে শুক্রবার গভীর রাতে ৪৭ হাজার ৩২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। আটককৃতরা হলেন- জামাল হোসেন, তানভীর হাসান, শফিকুল ইসলাম ও জামাল উদ্দিন। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক বিক্রির নগদ ১২ হাজার ৭০০ টাকা, ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
[৩] র্যাব-১১ এর অধিনায় লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার বলেন, কক্সবাজারের একটি ইয়াবা পাচারকারী চক্র মাইক্রোবাসে করে মদনপুর রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা সরবরাহ করার তথ্যে ব্যাটালিয়নের একটি দল ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। রাত আড়াইটায় একটি মাইক্রোবাস ওই ফিলিং স্টেশনে থামে এবং মাইক্রোবাস থেকে ২টি পোটলা গ্রহনের সময় হাতে নাতে জামাল ও তানভীরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া পোটলার ভিতর ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
[৪] তিনি আরও বলেন, ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টাকালে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস থামানো হয়। এরপর মাইক্রোবাসের ভিতরে থাকা শফিকুল ও জামালকে আটক করা হয়। মাইক্রোবাস তল্লাশি করে পেছনের শাটার দরজার প্যাডের ভিতরে রাখা ৩৭ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
[৫] র্যাবের এ কর্মকর্তা বলেন, মাদক ব্যবসায়ী শফিকুলের বাড়ি কক্সবাজার সদরের ইসলামপুর ও জামালের বাড়ি চকরিয়ার ভরামহরী এলাকায়। জামাল হোসেন ও তানভীরের বাড়ি বরিশালের উজিরপুরের মশাং ও বাবরখানা এলাকায়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে অভিনব কৌশলে ইয়াবা এনে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকাসহ আশপাশের এলাকায় কেনা-বেচা করছিলেন। এছাড়াও তারা বরিশাল অঞ্চলেও ইয়াবা সরবরাহ করতেন।
[৬] আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।