শিরোনাম
◈ তরুণ-তরুণী যদি প্রলোভনে পড়ে সেটা শুধু প্রলোভনকারীর দোষ নয়: মিজানুর রহমান আজহারী ◈ শেখ হাসিনা পালিয়ে যাননি, যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী (ভিডিও) ◈ জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: মুফতি ফয়জুল করীম ◈ ‌ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে বি‌সি‌বির টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন ◈ শুধু একাত্তর না, সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত কোনো ‘ভুল’ করে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন শফিকুর রহমান (ভিডিও) ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে যা জানা গেল ◈ ‘নতুন আরপিওতে বড় পরিবর্তন: পলাতক অযোগ্য, দুর্নীতির প্রমাণে ভোট বাতিল করতে পারবে ইসি’ (ভিডিও) ◈ বিএনপির প্রস্তাব বিবেচনায় নিলে আসন্ন নির্বাচন হবে মাইলফলক: মঈন খান ◈ বিচারকরা সরকারি পদে থাকতে চাইলেও পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় বাধা সংবিধান অনুযায়ী ◈ ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী আপিল শুনানি

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে নির্মাণ কাজে শেষ না হতেই ভেঙ্গে গেলো দুর্যোগ সহনীয় বসতবাড়ি!

নুরনবী সরকার , লালমনিরহাট প্রতিনিধি : [২] লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নির্মান কাজ শেষ না হতেই ভেঙ্গে পড়েছে দুর্যোগ সহনীয় বসতবাড়ির ঘরের দেয়াল। এ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ভুক্তভোগীদের।

[৩] জানা গেছে, জমি আছে ঘর নেই। এমন দুস্থ ও হতদরিদ্রদের মাঝে দুর্যোগ সহনীয় বসতবাড়ি নির্মানের উদ্যোগ নেয় সরকারের ত্রাণ মন্ত্রনালয়। দুই কক্ষ, রান্না ও বার্থরুমসহ করিডোর বিশিষ্ট প্রতিটি বাড়ির বিপরীতে দুই লাখ ৯৯ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। এ ক্ষেত্রে হতদরিদ্র এবং যারা ১০শতাংশের নিচে জমির মালিক। যাদের থাকার ঘর নেই। এমন জনগোষ্ঠিকে বাড়ি নির্মানের লক্ষে সারা দেশের ন্যায় আদিতমারী উপজেলায় প্রকল্প গ্রহন করা হয়। এসব প্রকল্পের তালিকা তথা সুবিধাভোগি নির্বাচন করছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ। এতেও রয়েছে নানান ধরনের অনিয়ম, ঘুষ লেনদেন ও স্বজনপ্রীতি।

[৫] ভুক্তভোগী বলেন, টাকা ছাড়া ঘরের তালিকায় নাম দেন না চেয়ারম্যান শওকত আলী। নাম চুড়ান্ত করতে মন্ত্রী ও উপজেলা অফিসের কথা বলে ৬০হাজার টাকা নিয়েছেন ইউপি চেয়ারম্যান। এরপরও শ্রমিকদের প্রতিদিন খাওয়াতে হয়, বালু ও রড কিনে দিতে হয়েছে। পিলার দেয়া হয়েছে দেয়ালের চার ভাগের একভাগ অংশে, সামান্য সিমেন্টে বালু মেশানো হয়। ফলে নিলটন না দিতেই দেয়াল ভেঙ্গে মাটিতে পড়েছে। নিম্নমানের কাজটি বন্ধ করতে বলেও কোন কাজ হয়নি। এ ঘরে বসবাস করলে ইট পড়ে মরতে হবে। নিম্নমানের কাজের ঘর ভেঙ্গে নতুন করে নির্মান করতে ঊর্দ্ধতনমহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

[৬] নাম প্রকাশের অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি বলেন, অনিয়ম ও দুর্নীতির রাজা পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ইউপি সদস্যরাও কয়েক দফায় অভিযোগ দিয়েছেন বিভিন্ন দফতরে। এ চেয়ারম্যান টাকার বিনিময়ে দুর্যোগের ঘরগুলো দিচ্ছেন। এরপরেও কাজ করছেন নিম্নমানের। ফলে দুর্যোগ সহনীয় ঘরই দুর্যোগের ঝুঁকিতে পড়েছে। এমনভাবে নির্মিত এসব ঘরে বসবাস করা অত্যান্ত ঝুঁকিপুর্ন বলেও মন্তব্য করেন তিনি।

[৭] এ বসতবাড়ি নির্মাণ প্রকল্পের সভাপতি পলাশী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শওকত আলী ঘুষ গ্রহনের বিষয়টি অস্বীকার করে বলেন, দেয়াল ভেঙ্গে পড়লেও কাজ নিম্নমানের হয়নি। ভাঙ্গা অংশ মেরামত করে দেয়া হবে। সরকার যেভাবে করতে বলেছেন, সেভাবেই করা হয়েছে। নাম তালিকাভুক্ত করতে কোন টাকা নেয়া হয়নি। এলাকায় মন্ত্রীর কিছু লোক আছেন। যারা মন্ত্রীর সাথে আমার দুরুত্ব তৈরী করতে এমন অভিযোগ করাচ্ছেন।

[৮] আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, নির্মান কাজ শেষ না হতেই দেয়াল ভেঙ্গে পড়ার বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়