শিরোনাম
◈ নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ ◈ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, রাজধানীর প্রবেশপথে বসবে চেকপোস্ট ◈ নির্বাচন পর্যবেক্ষণ না পাঠালেও পরিস্থিতি জানতে ইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক ◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিয়াবাড়ী কোয়ারেন্টিন সেন্টারে প্রস্তুতি চলছে

যুগান্তর : [২] রাজধানীর উত্তরার দিয়াবাড়ী সংলগ্ন রাজউক অ্যাপার্টমেন্ট কোয়ারেন্টিন সেন্টারে এখনও কোনো রোগী বা বিদেশফেরত কাউকে আনা হয়নি। তবে সেন্টারটি গোছানোর কাজ চলছে।

[৩] সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকার দিয়াবাড়ীতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ভবনে কোয়ারেন্টিন সেন্টার স্থাপনের যাবতীয় কাজ শুরু হয়েছে। কুঞ্জলতা নামের ওই কম্পাউন্ডের ৪টি ভবনের মোট ৩৩৬টি ফ্ল্যাট কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

[৪] বৃহস্পতিবার সেন্টারটির দায়িত্ব পাওয়ার পর শুক্রবার সেনা কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান যুগান্তরকে বলেন, আমরা গতকাল (বৃহস্পতিবার) দুইটি কোয়ারেন্সি সেন্টার পরিচালনার দায়িত্ব পেয়েছি। এর মধ্যে সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে আগে থেকেই বেশকিছু লোক কোয়ারেন্টিনে আছে।

[৫] তিনি বলেন, দিয়াবাড়ী সেন্টারটি এখনও প্রস্তুত হয়নি। বিদেশফেরতরা এখানে আসার পর কোথায় থাকবেন, কী খাবেন- সেই প্রস্তুতি চলছে। বিছানাপত্র রেডি করা হচ্ছে। চিকিৎসা সরঞ্জামাদি এবং অন্যান্য আনুষাঙ্গিক সেবা নিশ্চিতের জন্য কাজ চলছে। সার্বিক প্রস্তুতি শেষ করতে দুই-একদিন সময় লাগবে।

[৬] এক প্রশ্নের জবাবে রাশেদুল আলম খান বলেন, দিয়াবাড়ীতে যাতে কোয়ারেন্টিন সেন্টার করা না হয়, সেই দাবিতে শুক্রবার স্থানীয়রা বিক্ষোভ করেছে। তাদের কিছু দাবি দাওয়া আছে সেই বিষয়টি নিয়ে সেনাবাহিনী, পুলিশ, এলাকাবাসীর মধ্যে আলোচনা হয়েছে। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। উচ্চপর্যায় থেকে যে ধরণের নির্দেশনা আসবে সেনাবাহিনী সে অনুযায়ী কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়