আসিফ কাজল: [২] করোনা শনাক্তে পদ্ধতিটি সম্পূর্ণভাবে উপযোগী করে মানবশরীরে পরীক্ষার জন্য অন্তত একমাস সময় লাগবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আগামী রোববার এ কাঁচামালের কর মওকুফের জন্য সরকারের কাছে আবেদন করা হবে।
[৩] ডা. জাফরুল্লাহ বলেন, ইংল্যান্ড থেকে যে কাঁচামাল আনা হচ্ছে তার জন্য তাপমাত্রা ও আদ্রতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে যদি বিমানবন্দরে খালাস করতে সময় বেশি লেগে যায় তবে তা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্টদের সহযোগিতার আহবান জানান তিনি।
[৪] করোনাভাইরাস নির্ণয়ে এ পদ্ধতির উদ্ভাবন করেছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডা. বিজন কুমার শীল। এর নাম র্যপিড ডট ব্লট। রক্ত পরীক্ষার মতো মাত্র ৫ থেকে ১৫ মিনিটে কোনো ব্যক্তির শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা জানা যাবে।