শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেঁয়াজ, রসুন, মরিচের দাম আবারও বেড়েছে, লেবুর দাম নাগালের বাইরে, সবজির মূল্য স্বাভাবিক, চাল ও আলুর দামও চড়া

লাইজুল ইসলাম : [২] দেশি পেঁয়াজের বিক্রি হচ্চে ৩০০-৩২০ টাকা পাল্লা (৫ কেজি), পাকিস্তানি ৩০০ টাকা। এই হিসেবে পেঁয়াজের কেজি ৬০ টাকা। তবে এটি পাইকারি বাজারের হিসেবে। খোলা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

[৩] রশুনের দামও বেড়েছে। দেশি রশুন প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ১২০ টাকা করে। ইন্ডিয়ান রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা ।

[৪] কাঁচা বাজারে লাউ ২৫-৩০, কুমড়া ৩০-৩৫, ফুল কপি ২৫-৩০, বাঁধা কপি ৩০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন ২০-২৫, সিম ২৫-৩০, ঢেড়শ ৫০-৫৫, উস্তা ২৫-৩০, করোলা ৩০-৩৫, বরবটি ৪০, ঝিঙ্গা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম বেশী বেড়েছে মরিচ ও লেবুর। মরিচ ১০ টাকা থেকে বেরে ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। আর লেবু প্রকার ভেদে ডর্জন (১২ পিস) ১২০-২৫০ টাকা।

[৫] কলমি, পুই, লাউ, লাল, পালং, ডাটা শাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ১০-৩০ টাকা করে।

[৬] পেঁয়াজ ব্যবসায়ী সোহেল বলেন, মানুষের চাহিদা কারণে এই অবস্থা। যার ৫ কেজি লাগবে সে নিয়েছে ২০ কেজি। এই অবস্থায় সংকট সৃষ্টি হয়েছে।

[৭] বাজারে অঅগত ক্রেতারা বলেন, সবাই এতো বেশি করে কিনছেন যে বাজারে বিশেষ কয়েকটি পন্যের দাম বেড়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়