এস এম নূর মোহাম্মদ : [২] গোপালগঞ্জের কোনাগ্রাম এলাকার সিরাজ খানের ছেলে সফিউল্লাহ খান গত বছরের ৬ নভেম্বর এ জামিন নেন। তবে এফআইআর জালিয়াতি করে জামিন নেয়ার বিষয়টি ধরা পড়ায় কারাগার থেকে মুক্তি মেলেনি তার। মাদক আইনে করা মামলাটি গোপালগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাস্ট্রিট আদালতে বিচারাধীন।
[৩] হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, সফিউল্লাহ গত বছরের ১৪ আগস্ট ২২০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। হাইকোর্ট জামিন দিলে বিচারিক আদালতে বিষয়টি ধরা পড়ে।
[৪] জালিয়াতির বিষয়টি ধড়া পড়ার পর সুপ্রিম কোর্টের রেস্ট্রিার কার্যালয়কে জানানো হয়। বিচারিক আদালত থেকে লিখিত প্রতিবেদন আসার পর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান সংশ্লিষ্ট শাখার সহকারি রেজিস্ট্রার।