শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন যুক্তরাষ্ট্রের মোড়লগিরির দিন শেষ, করোনা-উত্তর সময়ে বিশ্ব সমাজের হবে নতুন চেহারা, বললেন স্লাভায় জিজেক

দেবদুলাল মুন্না: [২]এ কথা বিশ্বখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী জিজেক বলেছেন ‘আর টি নিউজ এজেন্সিকে।

[৩] তিনি বলেন, ডিজাস্টার ক্যাপিটালিজম বা দুর্যোগ-পুঁজিবাদ টার্মটি নাওমি ক্লেইন-এর। তিনি দেখিয়েছেন, মানবসৃষ্ট দুর্যোগে (যেমন যুদ্ধ) নিওলিবারাল বাজার ব্যবস্থা কিভাবে মুনাফালোভী তৈরি করে, কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে পণ্যের মূল্য বাড়িয়ে মুনাফা করে। কিন্তু মহামারি মুনাফা চিনে না।

[৪] তিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, জার্মানীর যে ওষুধ কোম্পানি করোনার ওষুধ বানাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প সেই কোম্পানীর সব ওষুধ কিনে নিতে চেয়েছিল।কোম্পানিটি সেটি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, তারা সারা পৃথিবীর জন্যই বানাবে ওষুধ। জার্মানি ইজ নট ফর সেল!

[৫] তিনি দাবি করেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা-দুর্যোগ এক নতুন ধরনের সাম্যবাদের ইশারা দিচ্ছে। করোনায় ভাল কাজ করে, এমন একটি কিউবান ওষুধ এখন চীনে উৎপাদিত হচ্ছে। চীন আর কিউবা মিলে পৃথিবীর অপরাপর দেশে রপ্তানি করবে আশ্বাস দিচ্ছে। ইতিমধ্যেই বহু দেশ সেই ওষুধের জন্য কিউবার কাছে অনুরোধ জানিয়েছে।

[৬] তিনি বলেন, ‘চীন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও চীন দ্রুত এটি সামলে উঠেছে। কিউবাও আক্রান্ত নয়। রাশিয়া অনেক কম আক্রান্ত। বিশ্বে মহামারি দেখা দিলে বিদ্যমান ডিজাস্টার ক্যাপিটালিজমকে মানুষ ঘৃণা করতে শিখবে এবং সেসময় উদীয়মান ডিজাস্টার সোশ্যালিজম বিশ্ব রাজনীতিরও হিসাব নিকাশ পাল্টে দেওয়ার সম্ভাবনাই বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়