শিরোনাম
◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে দার্জিলিং-এ পর্যটকদের প্রবেশ নিষেধ

ইয়াসিন আরাফাত : [২] বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সমস্ত অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের বন দপ্তর। পাশাপাশি বাঙালির বহুদিনের প্রিয় ভ্রমণক্ষেত্র দার্জিলিং-এ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল প্রশাসন (জিটিএ)। কোলকাতা ২৪, এই সময়, সংবাদ প্রতিদিন

[৩] করোনা প্রতিরোধে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। এ সময় নতুন করে যাতে কোন রকম হোটেল এবং হোমস্টে-র জন্য বুকিং না নেয়া হয়, তার জন্যও পর্যটন ব্যবসায়ী এবং সংগঠনের কাছে অনুরোধ করেন তিনি।পাশাপাশি বুকিং বাতিলের জন্য যাতে ক্যানসেলেশন চার্জ না নেয়া হয় সে ব্যাপারে হোটেল মালিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের সদস্যরা।এছাড়া নতুন করে পর্যটকদের নিয়ে কোনও ট্যাক্সিচালক যাতে জিটিএ এলাকায় না ঢোকেন, সেই অনুরোধও করেন তিনি।

[৪] পাহাড়ে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। যারা এখন দার্জিলিঙে আছেন সেই সব পর্যটকদের পাহাড় ছাড়তে অনুরোধ করা হয়।

[৫] সভায় উপস্থিত ছিলেন জিটিএ সচিব সুরেন্দ্র যাদব, দার্জিলিংঙের জেলাশাসক দীপাপ্রিয়া পি, জেলা পুলিশ সুপার অমরনাথ-সহ আরও অনেকে।

[৬] ভারতে এ-পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৬৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়