শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে দার্জিলিং-এ পর্যটকদের প্রবেশ নিষেধ

ইয়াসিন আরাফাত : [২] বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সমস্ত অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের বন দপ্তর। পাশাপাশি বাঙালির বহুদিনের প্রিয় ভ্রমণক্ষেত্র দার্জিলিং-এ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল প্রশাসন (জিটিএ)। কোলকাতা ২৪, এই সময়, সংবাদ প্রতিদিন

[৩] করোনা প্রতিরোধে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। এ সময় নতুন করে যাতে কোন রকম হোটেল এবং হোমস্টে-র জন্য বুকিং না নেয়া হয়, তার জন্যও পর্যটন ব্যবসায়ী এবং সংগঠনের কাছে অনুরোধ করেন তিনি।পাশাপাশি বুকিং বাতিলের জন্য যাতে ক্যানসেলেশন চার্জ না নেয়া হয় সে ব্যাপারে হোটেল মালিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের সদস্যরা।এছাড়া নতুন করে পর্যটকদের নিয়ে কোনও ট্যাক্সিচালক যাতে জিটিএ এলাকায় না ঢোকেন, সেই অনুরোধও করেন তিনি।

[৪] পাহাড়ে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। যারা এখন দার্জিলিঙে আছেন সেই সব পর্যটকদের পাহাড় ছাড়তে অনুরোধ করা হয়।

[৫] সভায় উপস্থিত ছিলেন জিটিএ সচিব সুরেন্দ্র যাদব, দার্জিলিংঙের জেলাশাসক দীপাপ্রিয়া পি, জেলা পুলিশ সুপার অমরনাথ-সহ আরও অনেকে।

[৬] ভারতে এ-পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৬৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়