সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি :[২] সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী খননের মাটি অবাধে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে ট্রলিযোগে এবং সার্বক্ষনিক পাইপ লাইনের মাধ্যমে চলছে এ মাটি বিক্রি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হলেও কোনভাবেই থামানো যাচ্ছেনা তাদের এ অবৈধ বাণিজ্য।
[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ৬৪ জেলার নদী,খাল ও জলাশয় পূন:খনন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় ২০১৮-১৯ অর্থবছরে মানিকগঞ্জ ডব্লিও-০৬ প্যাকেজে ২১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৫৬ টাকা ব্যয়ে ধলেশ্বরী নদীর সাড়ে ১০ কিলোমিটার খননের কাজ শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকাস্থ এসএসইসিএল-এইচবি-জেভি’র কাছ থেকে সরকার দলীয় লুৎফর রহমান যুবায়েরসহ একাধিক নেতা সাব-কন্ট্রাকে এনে নদীর খনন কাজ চালিয়ে অবাধে মাটি বিক্রি করছেন।
[৪] এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন,সম্প্রতি রাতের আঁধারে মাটি বিক্রির অভিযোগে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাইপ লাইনে মাটি বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, মেসেজ দিয়ে তালিকা পাঠিয়ে দিন ব্যবস্থা নিব। সম্পাদনা : রাকিবুল