শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে বিদেশ ফেরত ৩ জন হোম কোয়ারেন্টাইনে

লালমনিরহাট প্রতিনিধি : [২] বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রেক্ষাপটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আমেরিকা ও দক্ষিণ কোরিয়া ফেরত তিন জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৩] সোমবার(১৬ মার্চ) বিকেলে হাম রুবেলা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

[৪] লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় আমেরিকা প্রবাসি ২জন ও সম্প্রতি সময় একই উপজেলায় দক্ষিণ কোরিয়া থেকে ফেরত আসা একজনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিছুটা বিলম্বে হলেও তাদের তথ্য জানার পর এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের পর্যবেক্ষনের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়ির অন্য সদস্যদের সতর্ক করা হয়েছে। তাদেরকে একটি ঘরেই সকল কাজ সেরে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।

[৫] হোম কোয়ারেন্টাইনে থাকা ৩জনই সুস্থ্য রয়েছেন। নিয়মিত তাদের শারীরিক খোঁজখবর নেয়া হচ্ছে। তবে কিরকিরস্থান থেকে তাবলিগে আসা ৬জন বিদেশী নাগরিকদের সম্পর্কে তার কাছে কোন তথ্য নেই বলেও জানান সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

[৬] লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা জানান, গত এক মাস ধরে জেলার বিভিন্ন মসজিদে অবস্থান করছেন কিরকিরস্থান থেকে আসা ৬জন বিদেশী নাগরিক। তারা সোমবার(১৬ মার্চ) বিকেলে সদর উপজেলার পশ্চিম হাড়িভাঙ্গা জামে মসজিদে অবস্থান করছেন। তবে এসব বিদেশী নাগরিক করোনা ভাইরাস দেখা দেয়ার আগেই বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে গত এক মাস ধরে লালমনিরহাটে অবস্থান করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়