শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে বিদেশ ফেরত ৩ জন হোম কোয়ারেন্টাইনে

লালমনিরহাট প্রতিনিধি : [২] বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রেক্ষাপটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আমেরিকা ও দক্ষিণ কোরিয়া ফেরত তিন জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৩] সোমবার(১৬ মার্চ) বিকেলে হাম রুবেলা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

[৪] লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় আমেরিকা প্রবাসি ২জন ও সম্প্রতি সময় একই উপজেলায় দক্ষিণ কোরিয়া থেকে ফেরত আসা একজনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিছুটা বিলম্বে হলেও তাদের তথ্য জানার পর এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের পর্যবেক্ষনের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়ির অন্য সদস্যদের সতর্ক করা হয়েছে। তাদেরকে একটি ঘরেই সকল কাজ সেরে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।

[৫] হোম কোয়ারেন্টাইনে থাকা ৩জনই সুস্থ্য রয়েছেন। নিয়মিত তাদের শারীরিক খোঁজখবর নেয়া হচ্ছে। তবে কিরকিরস্থান থেকে তাবলিগে আসা ৬জন বিদেশী নাগরিকদের সম্পর্কে তার কাছে কোন তথ্য নেই বলেও জানান সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

[৬] লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা জানান, গত এক মাস ধরে জেলার বিভিন্ন মসজিদে অবস্থান করছেন কিরকিরস্থান থেকে আসা ৬জন বিদেশী নাগরিক। তারা সোমবার(১৬ মার্চ) বিকেলে সদর উপজেলার পশ্চিম হাড়িভাঙ্গা জামে মসজিদে অবস্থান করছেন। তবে এসব বিদেশী নাগরিক করোনা ভাইরাস দেখা দেয়ার আগেই বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে গত এক মাস ধরে লালমনিরহাটে অবস্থান করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়