শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে বিদেশ ফেরত ৩ জন হোম কোয়ারেন্টাইনে

লালমনিরহাট প্রতিনিধি : [২] বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রেক্ষাপটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আমেরিকা ও দক্ষিণ কোরিয়া ফেরত তিন জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৩] সোমবার(১৬ মার্চ) বিকেলে হাম রুবেলা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

[৪] লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় আমেরিকা প্রবাসি ২জন ও সম্প্রতি সময় একই উপজেলায় দক্ষিণ কোরিয়া থেকে ফেরত আসা একজনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিছুটা বিলম্বে হলেও তাদের তথ্য জানার পর এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের পর্যবেক্ষনের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়ির অন্য সদস্যদের সতর্ক করা হয়েছে। তাদেরকে একটি ঘরেই সকল কাজ সেরে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।

[৫] হোম কোয়ারেন্টাইনে থাকা ৩জনই সুস্থ্য রয়েছেন। নিয়মিত তাদের শারীরিক খোঁজখবর নেয়া হচ্ছে। তবে কিরকিরস্থান থেকে তাবলিগে আসা ৬জন বিদেশী নাগরিকদের সম্পর্কে তার কাছে কোন তথ্য নেই বলেও জানান সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

[৬] লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা জানান, গত এক মাস ধরে জেলার বিভিন্ন মসজিদে অবস্থান করছেন কিরকিরস্থান থেকে আসা ৬জন বিদেশী নাগরিক। তারা সোমবার(১৬ মার্চ) বিকেলে সদর উপজেলার পশ্চিম হাড়িভাঙ্গা জামে মসজিদে অবস্থান করছেন। তবে এসব বিদেশী নাগরিক করোনা ভাইরাস দেখা দেয়ার আগেই বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে গত এক মাস ধরে লালমনিরহাটে অবস্থান করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়