সাইফুর রহমান : [২] রোববার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সরকারের প্রতি এই আহ্বান জানিয়ে ফারুক আবদুল্লাহ বলেন, এ বিষয়ে জম্মু-কাশ্মীর উপত্যকার সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত।
[৩] কেন্দ্রশাসিত অঞ্চলটির বাইরের বিভিন্ন কারাগারে থাকা বন্দিদের মানবিক বিবেচনায় মুক্তি দিতে সকল দলের সম্মিলিতভাবে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো উচিৎ বলেও মন্তব্য করেন তিনি। দি হিন্দু, ফার্ষ্টপোষ্ট, ফার্সনিউজ
[৪] নিজের দাবিকে অত্যন্ত মানবিক উল্লেখ করে ফারুক আবদুল্লাহ আশাপ্রকাশ করেন, ‘ওই অঞ্চলের রাজনৈতিক দলগুলো একজোট হয়ে রাজনৈতিক সকল বন্দিকে জম্মু-কাশ্মীরে ফিরিয়ে নিতে তার সঙ্গে একাত্মতা পোষণ করবে।
[৫] দীর্ঘ ৭ মাস পর মুক্তি পাওয়া কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেন, ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের পরিবর্তনের পর অবাধ রাজনৈতিক চর্চা থাকা প্রয়োজন ছিলো। কিন্তু আমরা এধরনের পরিবেশ এখনো পাইনি।
[৬] এ প্রসঙ্গে সোমবার পশ্চিমবঙ্গের বন্দি মুক্তি কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ভানু সরকার গণমাধ্যমকে জানান, ‘কাশ্মীরের মানুষ শুধুই রাজনৈতিক কারণে বন্দি রয়েছেন, বিষয়টি মোটেই তেমন নয়। সেখানে ধর্মীয় বিশ্বাসের কারণেও অনেকে বন্দি হয়ে নির্যাতনের শিকার হচ্ছেন।
[৭] সকল রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তি চেয়ে তিনি বলেন, কাশ্মীরের জনগণের সঙ্গে আলোচনায় বসে রাজনৈতিকভাবেই সব সমস্যার সমাধান করা উচিৎ।