শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে থাকবেন বিএনপির প্রার্থী রবিউল আলম রবি

শাহানুজ্জামান টিটু : [২] ঢাকা ১০ আসনের উপনির্বাচনে গণসংযোগে বিএনপি'র প্রার্থী বলেন,, আমরা নির্বাচনে আছি এবং থাকব। শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের উপর আস্থা রেখে কাজ করব। শেষ হওয়া পর্যন্ত সরকার ও নির্বাচন কমিশনকে সময় যেতে চাই। তারা অতীতে ভুল করেছে। এই নির্বাচনে শুধরে নেয়।

[৩]তিনি বলেন ,আমার দল বিএনপি এবং আমি জনগণের প্রতি আস্থা রাখি। সরকার এবং নির্বাচন কমিশন ভোটের দিন এমন কোন পরিস্থিতির সৃষ্টি না করে যেন জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করতে হয়। কোন কারণে যেন জনগণের ভোট বর্জন করতে না হয়।রেজাল্ট না হওয়া পর্যন্ত আমরা আস্থা রাখতে চাই থাকতে চাই জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কেন্দ্রে অবস্থান নিতে চাই।

[৪]রবি বলেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল কোন কিছুই কেয়ার করে না, তাদের নেতাকর্মীরা কেয়ার করে না। আমি মনে করেছিলাম সরকারদলীয় মনোনয়ন পেয়েছেন একজন সফল ব্যবসায়ী। তিনি রাষ্ট্রের নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। কিন্তু তিনি আচরণবিধি লংঘন করে চলছেন। এটা হয়তো জাতির জন্য দুর্ভাগ্য হতে পারে। এখনো সময় আছে ইসি কার্যকর পদক্ষেপ নিবেন। আওয়ামী লীগ প্রার্থী ও সজাগ সংযত হবেন। সেটি না হলে জাতির কাছে দুঃসংবাদ যাবে। জনগণ আশাহত হবে। ভোটার বিমুখ হবে।

[৫] সোমবার বারোইখালী এলাকায় ও শিকদার মেডিকেল থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরপর তিনি হেমায়েতপুর এলাকায় ট্যানারিতে গণসংযোগ করেন।

[৬] শেখ রবিউল আলম রবি বলেন, জনগণ ভোট দিতে পারলে জনগণের বিজয় হবে। জনগণের বিজয় হলে ধানের শীষের বিজয় হবে। ধানের শীষের বিজয় মানে জাতীয়তাবাদী দল বিএনপির বিজয়। বিএনপি'র বিজয় মানে শেখ রবিউল আলম রবির বিজয় এটা প্রতিষ্ঠিত। এত সন্দেহ নেই।

[৭] সরকারের উদ্দেশ্যে ধানের শীষের প্রার্থী বলেন, সরকার যদি মনে করে ঢাকা ১০ আসনে তাদের বিজয় চাই চাই। ঢাকা ১০ আসন দখল করবে। যেভাবে জাতীয় সিটি নির্বাচন তারা দখল করে নিয়েছে। তাহলে তো ভিন্ন ব্যাপার। আর এটা সরকারের জন্য সুখকর হবে না।জনগণ ভোট দিতে না পারলে রাষ্ট্রের মালিকানা থাকেনা গণতন্ত্র নস্যাৎ হয়ে যায়। গণতন্ত্র হারিয়ে গেলে জনগণের মালিকানা চলে যায়। জনগণের বিরুদ্ধে কোনো সরকার ক্ষমতায় থাকলেও ভালো থাকেনা। জনগণ ও স্বস্তিতে থাকেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়