শিরোনাম
◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাগরে আরেক প্রমোদতরী

আন্তর্জাতিক ডেস্ক : [২] করোনা ভাইরাস সংক্রমণের কারণে সহস্রাধিক আরোহী নিয়ে সাগরে আটকা পড়েছে আরেক ব্রিটিশ প্রমোদতরী। এমএস ব্রেমার নামে জাহাজটি বাহামার শুল্কমুক্ত নৌপরিবহন কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দূরে নোঙর করেছে। পাঁচ আরোহীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় প্রমোদতরীটিকে তীরে ভেড়ার অনুমতি দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ।

[৩] ইউএসএটুডে জানিয়েছে, ফ্রেড ওলসেন ক্রুজলাইন পরিচালিত জাহাজটি শনিবার বাহামার দক্ষিণ-পশ্চিমে নোঙর করে। এতে ৬৮২ যাত্রী ও ৩৮১ ক্রু রয়েছেন। তাদের বেশিরভাগই ব্রিটিশ নাগরিক। এরই মধ্যে তাদের এক যাত্রী ও চার ক্রু করোনা আক্রান্ত হয়েছেন। বাহামাকে সহায়তা করতে দুই ব্রিটিশ কর্মকর্তা বন্দরে পৌঁছেছেন।

[৪] এর আগে ব্রিটিশ কোম্পানি প্রিন্সেস ক্রুজের দুটি প্রমোদতরীতে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। গত মাসে জাপানের ইয়োকোহামা বন্দরে প্রায় তিন হাজার ৭০০ আরোহী নিয়ে আটকা পড়ে দৈত্যাকার জাহাজ ডায়মন্ড প্রিন্সেস।

[৫] এ পর্যন্ত জাহাজটির সাত শতাধিক আরোহী করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ছয়জন। সপ্তাহখানেক আগে ক্যালিফোর্নিয়ায় গ্রান্ড প্রিন্সেস নামে আরেকটি প্রমোদতরীতে করোনা হানা দিয়েছে। এ পর্যন্ত জাহাজটির প্রায় আড়াই হাজার আরোহীর মধ্যে দুই যাত্রী ও ১৯ ক্রু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৬] বাহামা কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাসের ঝুঁঁকির কারণে তারা জাহাজটিতে তীরে ভিড়তে দিতে পারছে না। তবে এতে খাদ্য, ওষুধসহ সব ধরনের সহায়তা হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়