এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: [২] রোববার রাত সাড়ে ৯টায় পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবুল কাশেম।
[৩] শিক্ষার্থীর নাম সাদিয়া আফরিন মিম (১১)। সে গোপালগঞ্জের কাজীলিয়া গ্রামের মো. হুমায়ুনের মেয়ে। মিম স্থানীয় আল-ইসলাহ মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ।
[৪] পুলিশ জানায়, গত কয়েক বছর আগে মায়ের মৃত্যুর পর মিম সৎ মায়ের সঙ্গে পাগাড় সোসাইটি মাঠ এলাকার জনৈক ইয়াসিনের ভাড়া কক্ষে বসবাস করে আসছিল। ঘটনার দিন বিকেলে সৎ মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিজ ঘরের জানালায় গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাতে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সৎ মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে।
[৫] এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী