ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁওয়ে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার দুপুরে জেলা প্রশসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
[৩] এ উপলক্ষে আয়োজিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিনুল ইসলাম, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম সেবা, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতার হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা আবুর আসাদ মিয়া, জেলা শিশু কর্মকর্তা জবেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, গণপুর্ত ভিাগের নির্বাহী প্রকৌশলী মাজেদার রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপানুষ্টানিক শিক্ষা ব্যুরো রাণীশংকৈল উপজেলা প্রোগ্রামার মনিরা আক্তার প্রমুখ। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী , সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা উন্নযন ও সমন্বয় কমিটির সভায় করোভাইস প্রতিরোধে করনীয়, জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, মুজিব বর্ষকে সফল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী , সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।