শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১]প্রেমের সম্পর্কের জেরে জবিতে নির্যাতনের শিকার নারী শিক্ষার্থী অভিযুক্ত গ্রেফতার

অপূর্ব চৌধুরী,জবি প্রতিনিধিঃ [২]জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিজের প্রাক্তন প্রেমিকাকে মারধরের অপরাধে এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ব্যাপারে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে।

[৩]জানা যায়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের (৯ম ব্যাচ) ছাত্র রিফাত তার প্রাক্তন প্রেমিকাকে রবিবার বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে কয়েকধাপে মারধর করে।মারধরের বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীদের নজরে আসলে তারা রিফাতকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সোপর্দ করে। পরবর্তীতে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে পুলিশের হাতে তুলে দেয় জবি প্রক্টরিয়াল বডি।
[৪] ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, " আমাদের সম্পর্কের বিষয়টি বাসায় জানাজানি হলে আমাকে বাসা থেকে এই সম্পর্কের ব্যাপারে নিষেধ করা হয় এবং আমি তাকে না করে দেই।সে আমাকে সম্পর্ক রাখার জন্য জোড়াজুড়ি করে এবং আমি রাজি না হওয়ায় আজকে আমাকে ডেকে নানান ধরনের হুমকিসহ অকথ্য ভাষায় গালাগাল করে এবং কয়েকবার মারধর করে।পরবর্তীতে আমার সহপাঠীদেরকে জানালে তারা আমাকে নিয়ে প্রক্টরের রুমে যায় এবং আমি লিখিত অভিযোগ দেই। "

[৫]উক্ত বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, "মেয়েটি আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে আমরা আসামীকে পুলিশের হাতে তুলে দিয়েছি।মেয়েটি মামলা করেছে এবং আমরাও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব।”

[৬]কোতোয়ালি থানার এস আই মোঃ আতোয়ার হোসেন বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে হয়রানি ও নির্যাতনের অপরাধে আমরা অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছি।নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আগামীকাল কোর্টে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়