শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে ধর্মীয় অবমাননার অভিযোগে কলেজ ছাত্রসহ ৬ জন আটক

তাড়াশ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জের তাড়াশে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় লালন মাহম্মুদ ওরফে মো: নাসিম মাহমুদ (২০) নামের এক কলেজ ছাত্রসহ ছয় জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তাড়াশ থানা পুলিশ। নাসিম মাহমুদ নাটোরের সিংড়া সরকারি গোলে আফরোজ কলেজের ২য় বর্ষের ছাত্র এবং তাড়াশ উপজেলার রোকনপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

[৩] শনিবার (১৪ মার্চ) গভীর রাতে পুলিশের একাধিক বিভাগ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচি থেকে তাকে আটক করে। অন্য পাঁচ জনের নাম পরিচয় পুলিশ না জানালেও, স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রোকনপুর গ্রামের মৃত: ইনসাব আলীর ছেলে ইয়াবুব আলী (৩৫), দামড়া গ্রামের আজম আলীর ছেলে দুলাল হোসেন (২০), রানীরহাট গ্রামের মৃত: ইয়াসিনের ছেলে নূর ইসলাম (৩৭), কলামুলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাব্বারুল ইসলাম (২৫) ও শেরপুর উপজেলার নয়ানাপাড়া গ্রামের বলরাম চন্দ্রের ছেলে ফটিক চন্দ্র (৪২)। তারা ফটোস্ট্যাট ব্যবসায়ী ও লিফলেট প্রচারকারী ও নাসিমের বন্ধু বলে জানা গেছে।

[৪] অভিযানে নেতৃত্বে থাকা রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়ের না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।

[৫] জানা যায়, লালন মাহম্মুদ একটি ফেসবুকে আইডি তে ‘ কোন অদৃশ্য ঈশ্বরের পাঠানো গ্রন্থ নয় কুরআন। বরং মুহাম্মদ (স.) এর এক যুগান্তকারি রচনা এই বইটি। ‘আমি গোমাংস, মদ উভয় পছন্দ করি কিন্তু শুকুর খাই না কারণ শুকুর আর মুসলমানেরা জমজ ভাই’।

[৬] মো. নাসিম মাহম্মুদ ফেসবুকে আইডি তে ‘শয়তান না হলে ঈশ্বর চেনা অসম্ভব’ একটি স্ট্যাটাস দিলে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় উত্তেজনা দেখা দেয়। বিষয়টি পুলিশ কে জানালে পুলিশের একাধিক বিভাগ মাঠে নেমে রাতভর অভিযান চালিয়ে ওই ছয়জন কে আটক করে। তবে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মূলত: নাসিম কেই এজাহারভূক্ত আসামি করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়