শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে ধর্মীয় অবমাননার অভিযোগে কলেজ ছাত্রসহ ৬ জন আটক

তাড়াশ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জের তাড়াশে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় লালন মাহম্মুদ ওরফে মো: নাসিম মাহমুদ (২০) নামের এক কলেজ ছাত্রসহ ছয় জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তাড়াশ থানা পুলিশ। নাসিম মাহমুদ নাটোরের সিংড়া সরকারি গোলে আফরোজ কলেজের ২য় বর্ষের ছাত্র এবং তাড়াশ উপজেলার রোকনপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

[৩] শনিবার (১৪ মার্চ) গভীর রাতে পুলিশের একাধিক বিভাগ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচি থেকে তাকে আটক করে। অন্য পাঁচ জনের নাম পরিচয় পুলিশ না জানালেও, স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রোকনপুর গ্রামের মৃত: ইনসাব আলীর ছেলে ইয়াবুব আলী (৩৫), দামড়া গ্রামের আজম আলীর ছেলে দুলাল হোসেন (২০), রানীরহাট গ্রামের মৃত: ইয়াসিনের ছেলে নূর ইসলাম (৩৭), কলামুলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাব্বারুল ইসলাম (২৫) ও শেরপুর উপজেলার নয়ানাপাড়া গ্রামের বলরাম চন্দ্রের ছেলে ফটিক চন্দ্র (৪২)। তারা ফটোস্ট্যাট ব্যবসায়ী ও লিফলেট প্রচারকারী ও নাসিমের বন্ধু বলে জানা গেছে।

[৪] অভিযানে নেতৃত্বে থাকা রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়ের না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।

[৫] জানা যায়, লালন মাহম্মুদ একটি ফেসবুকে আইডি তে ‘ কোন অদৃশ্য ঈশ্বরের পাঠানো গ্রন্থ নয় কুরআন। বরং মুহাম্মদ (স.) এর এক যুগান্তকারি রচনা এই বইটি। ‘আমি গোমাংস, মদ উভয় পছন্দ করি কিন্তু শুকুর খাই না কারণ শুকুর আর মুসলমানেরা জমজ ভাই’।

[৬] মো. নাসিম মাহম্মুদ ফেসবুকে আইডি তে ‘শয়তান না হলে ঈশ্বর চেনা অসম্ভব’ একটি স্ট্যাটাস দিলে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় উত্তেজনা দেখা দেয়। বিষয়টি পুলিশ কে জানালে পুলিশের একাধিক বিভাগ মাঠে নেমে রাতভর অভিযান চালিয়ে ওই ছয়জন কে আটক করে। তবে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মূলত: নাসিম কেই এজাহারভূক্ত আসামি করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়