মেহেরুবা শহীদ: [২] সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঐ দুই বিমানের যাত্রীদের রাজস্থান জয়সালমের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
[৩] রোববার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে দিল্লি ফিরেছেন ২২০ জন যাত্রী। যাদের মধ্যে ২১১ জনই ছিলেন শিক্ষার্থী।
[৪] করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ফ্লাইট বাতিল করে দিয়েছিলো ইতালি। তাই দেশটিতে আটকা পড়েছিলেন ঐ ভারতীয়রা। রোববার ঝুঁকি নিয়ে এই ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার সহযোগিতা করার জন্য এয়ার ইন্ডিয়া ও ইতালীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছে মিলানে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ।
[৫] একই দিন ভোরে ইরানে আটকা পড়া ২৩৪ ভারতীয় নিয়ে ফিরেছে এয়ার ইন্ডিয়ার আরকেটি বিমান। এদের মধ্যে ১৩১ জন শিক্ষার্থী। বাকি ১০৩ জন ছিলেন তীর্থযাত্রী।
সম্পাদনা: রাশিদ রিয়াজ