শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হজক্যাম্পে ইতালি ফেরত বাংলাদেশিদের হট্টগোল (ভিডিও)

নিজস্ব ডেস্ক : [২] আশকোনা হজক্যাম্পে কোয়ারেনটাইনে থাকা ইতালি ফেরত ১৪২ জন প্রবাসীর কয়েকজন অব্যবস্থাপনার অভিযোগ তুলে হট্টগোল করেন। একপর্যায়ে তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন। অন্যদিকে, বাইরে থাকা তাদের স্বজনরাও এ বিক্ষোভে যোগ দেন। আমাদের সময়

[৩] শনিবার দুপুর ২টার দিকে ইতালিফেরত বাংলাদেশি ও তাদের অভিভাবকরা এই বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের কাটাকাটিও হয়। এর মিনিট দশেক পর পুলিশ তাদের ভেতরে সরিয়ে নেয়।

[৪] ইতালি ফেরত ব্যক্তিদের অভিযোগ, হজক্যাম্পে আনার পর তাদের নিয়ে কর্তৃপক্ষ কী করতে চায়, তা বলা হচ্ছে না। কেবল পানি ছাড়া তাদের কোনো খাবার দেওয়া হয়নি। এ অবস্থায় নিজ বাড়িতে কোয়ারেনটাইনে থাকতে চাওয়ার কথা জানান বিক্ষোভকারীরা।

[৫] ইতালি ফেরত এক ব্যক্তি গেটে দাঁড়িয়ে বিক্ষোভস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তাদের রোমে পরীক্ষা করা হয়েছে। দুবাইয়ে আরেক দফা পরীক্ষা করা হয়েছে। কিন্তু সেখানে করোনাভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। বাংলাদেশে আসার পর এখন এখানে রাখা হয়েছে। কিন্তু এখনো কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তিনি অভিযোগ করেন, এখানে তারা অমানবিক অবস্থার মধ্যে আছেন। শিশুরা আছে। কিন্তু কোনো খাবার পাওয়া যাচ্ছে না।

[৬] ইতালি ফেরত স্বজনকে নিতে এসেছেন এমন এক ব্যক্তি জানান, কেউ কিছু বলছে না। এদের কী করা হবে, তা–ও জানা যাচ্ছে না। তিনি বলেন, ‘একটা অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে গেছি।’

[৭] এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, ‘কোনো বিক্ষোভের ঘটনা ঘটেনি। ম্যানেজমেন্টের সাথে বিদেশফেরতদের একটু ভুল বোঝাবুঝি ঘটেছিল। তা আলোচনা করে ঠিক করা হয়েছে।’

[৮] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ইতালিফেরত বাংলাদেশিদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের মধ্যে সংক্রমণের কোনো ঝুঁকি দেখা না গেলে হোম কোয়ারেনটাইনে রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়