মুসফিরাহ হাবীব: [২] হলিউড অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী রিটা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা গত বৃহস্পতিবারই নিজের ইনস্টাগ্রাম পেজে জানিয়েছিলেন। ছবির শ্যুটিংয়ে স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাদের দু’জনের শরীরেই ধরা পড়ে করোনাভাইরাসের উপস্থিতি।
[৩] চিকিৎসা কেমন চলছে তা জানিয়ে শুক্রবার সেলফি পোস্ট করেছেন অভিনেতা ও তার স্ত্রী। ৬৩ বছরের অভিনেতা এদিন ছবি পোস্ট করে লিখেছেন, আমাদের খেয়াল রাখছেন যারা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমরা কোভিড-১৯ এ আক্রান্ত এবং আইসোলেশনে আছি। আমরা কাউকে আক্রান্ত হতে দিতে চাই না।
[৪] অস্ট্রেলিয়ার যে জায়গায় টম হ্যাঙ্কস এবং রিটা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সেখানে ইতোমধ্যেই ১৩৬ জনের শরীরে এই ভাইরাস মিলেছে এবং তাদের মধ্যে তিন জনের মৃত্যুও হয়েছে। রীতিমতো মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। বিশ্ব জুড়ে ১১৮ টি দেশে প্রায় দেড় লক্ষ মানুষ আক্রান্ত। মৃত্যু হয়েছে অন্তত চার হাজার জনের।