শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধুত্বের মধ্য দিয়েই সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ সম্ভব, বললেন সুজিত রায় নন্দী

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আরও বলেন, দেশে সকল শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের মানুষের একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও প্রীতি থাকলে একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, মানবিক বাংলাদেশ ও বন্ধুত্বের বাংলাদেশ নির্মাণ হবে। যেখানে হিংসা-দ্বেষ থাকবে না। সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুবকরাই হচ্ছে রাষ্ট্রের সম্পদ।

[৩] সুজিত রায় নন্দী বলেন, সাম্প্রদায়িকতা জাতির শত্রু, সভ্যতার শত্রু, মানবতার শত্রু। বন্ধুত্বের শক্তিকে কাজে লাগিয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল একটি মানবিক ও সম্প্রীতির বাংলাদেশের জন্য।

[৪] তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ন্যাশলান ফ্রেন্ডশিপ সোসাইটির বন্ধুদের এগিয়ে যেতে হবে।

[৫] ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, দেশের উন্নয়নের তৎপরতা এগিয়ে নিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করতে হলে বন্ধুত্বের কোনো বিকল্প নেই। আমরা অনেক সময় আমাদের বাবা-মার কাছে অনেক কিছু শেয়ার করতে পারি না। কিন্তু একজন বন্ধুর কাছে বলতে পারি, শেয়ার করতে পারি। বন্ধুত্বের মাধ্যমে সবকিছু জয় করা সম্ভব।

[৬] তিনি আরও বলেন, আমরা যারা সম্প্রীতির চেতনা বিশ্বাস করি। আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এই তিন চেতনাকে বুকে ধারণ করে বন্ধুত্বকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। বন্ধুত্বের জয় হোক।

[৭] শুক্রবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির বার্ষিক সম্মেলন ও বন্ধুসভায় তিনি এসব কথা বলেন।

[৮] সম্মেলনে ২০২০ সালের জন্য পুনরায় রাহাত হুসাইনকে সভাপতি ও ইমরান হোসাইনকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।

[৯] সংগঠনের সভাপতি রাহাত হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, আবু হেনা মোস্তফা সাদেক, শাহ আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়