মশিউর অর্ণব: [২] শুক্রবার পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০,১৮২ জনে, মৃত্যু হয়েছে ৩,১৭৬ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪,১১৪ জন। বিবিসি, সিএনএন, রয়টার্স
[৩] আশার খবর হচ্ছে, গত ৪৮ ঘণ্টা ধরে চীনে আক্রান্ত ও মৃতের সংখ্যা রয়েছে এক অঙ্কের ঘরে।
[৪] মঙ্গলবার চীনে আক্রান্তের সংখ্যা ছিল ২৪ জন এবং মৃত্যু হয়েছিল ২২ জনের।
[৫] বুধবার উহান প্রদেশে মৃতের সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ৯ জনে।
[৬] বৃহস্পতিবার আরও কমে এসে মাত্র ৭ জনে দাঁড়ায় মৃতের সংখ্যা।
[৭] প্রাণঘাতী করোনাভাইরাসে বুধবার পর্যন্ত চীনে মোট মৃত্যু হয়েছিল ৮,১৫৮ জনের, বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৮,১৬৯ ।
[৮] আক্রান্ত ও মৃতের সংখ্যা আশাব্যাঞ্জকহারে কমে যাওয়ায়, এটা বলাই যাচ্ছে যে চীন এই ভাইরাসকে একপ্রকার জয়ই করে ফেলেছে।