শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ বিশ্বজুড়ে মৃত ৫ হাজার ৪১৭, আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার ৮০৮

আসিফুজ্জামান পৃথিল : [২] ১৩৮টি দেশ ও অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে এই রোগ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭০ হাজার ৯০১ জন।কোভিড-১৯ এ আক্রান্ত স্পেনের রানি, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী। দ্য স্টার, সিএনএন, বিবিসি, ডেইলি মেইল

[৩]  । স্পেন সরকারের এক মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই মন্ত্রীর সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হন রানি লেতজিয়া। সম্প্রতি তিনি ওই মন্ত্রীর গালে চুমু খেয়েছিলেন।

[৪] রানি আক্রান্ত হওয়ায় রাজা ফিলিপকেও রাজপ্রাসাদে আইসোলেটেড করে রাখভা হয়েছে। তারও করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। তবে ফলাফল এখনও জানা যায়নি।

[৫] বৃহস্পতিবার জানানো হয়েছিলো কোভিড-১৯ শঙ্কায় আইসোলেশনে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি ট্রুডো। শুক্রবার জানানো হয়েছে সোফি কোভিড-১৯ এ আক্রান্ত। তবে কানাডার প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে কিনা তা জানানো হয়নি।

[৬] অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর মন্ত্রী মনে করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনকে। তিনি নিজেই তার কোভিড-১৯ এ আক্রান্ত হবার কথা জানিয়েছেন।

[৭] সর্বশেষ তথ্য অনুযায়ী চীনে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮১২জন, মারা গেছেন ৩ হাজার ১৭৬, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪১১৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১১৩জন, মারা গেছেন ১০১৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৫৮জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৬৪জন, মারা গেছেন ৫১৪ জন আর সুস্থ হয়েছেন ৩ জাজার ৫২৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়