মাসুদ আলম : [২] বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আজ শুক্রবার ভোর ৪টায় মৃত ঘোষণা করেন।
[৩] শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, বাংলামোটর জহোরা স্কয়ার মার্কেটের সামনে ফুটপাতে ঘুমিয়ে ছিলেন ওই যুবক। এ সময় সড়কে একটি ট্রাক অপর একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লরিটি ফুটপাতে ঘুমিয়ে থাকা ওই যুবকের উপর উঠে যায়। এতে গুরুতর আহত হন তিনি। ট্রাক ও লরি জব্দ করা গেলে চালকরা পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।