শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা !

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধিঃ [১] মাচায় ঝুলে থাকতো পরিপুষ্ট লাউ। ফলন ভালো হওয়ায় মুখে হাসি লেগে থাকতো নাহিদের। লাউয়ের বাম্পার ফলনে স্বপ্ন দেখেন অর্থনৈতিক স্বচ্ছলতার। তবে সে স্বপ্ন দীর্ঘস্থায়ী হয় নি। দূর্বৃত্তের ধারালো দায়ের কোপে নিস্তেজ হয়ে যায় লাউ গাছগুলো, মুখ থুবড়ে পড়ে নাহিদের স্বপ্ন। এমন ঘৃণ্য কাজের সাথে জড়িতদের জন্য ক্ষোভ - ঘৃণা প্রকাশ করছেন এলাকাবাসী পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

[২] কুমিল্লা বুড়িচং উপজেলার বুধবার গভীর রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামে। এতে প্রায় লাউ ক্ষেতের মালিকের লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

[৩] খবর পেয়ে বুধবার সকালে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই নন্দন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৪] মামলার বিবরণে জানা যায় জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের মোঃ আলী আশ্রাফের ভাতিজা মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ শামসুল হক নাহিদ ২৪ শতক জমিতে এ বছর লাউ চাষ করে।

[৫] বর্তমানে পুরো জমিতে লাউয়ের বাম্পার ফলন হয়। এ সুযোগে স্থানীয় সিদ্দিকুর রহমানের বাড়ির জয়নাল আবেদীন এর ছেলে মোঃ মামুন মিয়া (২৫) বিভিন্ন সময় লাউয়ের গাছ থেকে লাউ পেরে নিয়ে যায়। বেশ কয়েকদিন লাউ পেরে নিয়ে যাওয়ার পর হাজী আলী আশ্রাফ ও তার ভাতিজা জমির মালিক মোঃ শামসুল হক নাহিদ এ বিষয়ে মোঃ মামুন মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তাদের উপর সে ক্ষিপ্ত হয়ে উঠে।

[৬] এরপর শামসুল হক নাহিদ ও তার চাচা হাজী আলী আশ্রাফকে পুরো জমির ক্ষেত কেটে ফেলার এবং তারা দুইজনকে প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি ও ভয় ভীতি প্রদর্শন করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে মামুন সহ চার পাঁচজন লাউ ক্ষেতে প্রবেশ করে কুপিয়ে সমস্ত লাউ গাছ কেটে ফেলে।

[৭] এই ঘটনার খবর পেয়ে হাজী আলী আশ্রাফ ও তার ভাতিজা শামসুল হক নাহিদ জমিতে গিয়ে ঘটনার সত্যতা দেখে। পরে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশকে জানালে পুলিশ ফাঁড়ির এস আই নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। আলী আশ্রাফ ও তার ভাতিজা নাহিদ অভিযোগ করে বলেন আমার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা হবে। আমার সমস্ত আশা ও স্বপ্ন সন্ত্রাসীরা চুরমার ও ধূলিসাৎ করে দিয়েছে।

এব্যাপারে পুলিশ ফাঁড়ির এস আই নন্দন চন্দ্র সরকার জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। অপরাধিদেরকে দ্রুত সময়ের মধ্য আটক করে আইনের আওতায় আনার জন্য পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়