মাজহারুল ইসলাম : [২] করোনা ভাইরাসে সম্ভাব্য সংক্রমিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে এসব শয্যা প্রস্তুত করা হয়েছে।
[৩] স্বাস্থ্য অধিদপ্তরেরর রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
[৪] ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের ৬টি হাসপাতালে ৪০০, চট্টগ্রাম মহানগরের ২টি হাসপাতালে ১৫০, সিলেট মহানগরীতে ২টি হাসপাতালে ২০০, বরিশাল মহানগরের ২টি হাসপাতালে ৪০০ এবং রংপুর মহানগরীতে ২টি হাসপাতালে ২০০ শয্যা প্রস্তুত রয়েছে।