মো:সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি: [২] পৌরসভার ৯টি ওয়ার্ডে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি হিসাবে বাসাবাড়ি, স্কুল ,কলেজ ,হাসপাতাল, রাস্তার পাশ বাজার, রেলওয়ে ষ্টেশনসহ পৌরসভার বিভিন্ন স্থানে এ মশক নিধন কর্মসূচি চলমান রয়েছে।
[৩] আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জানান, মার্চ মাসের প্রথম থেকে এ কর্মসূচি চলমান রয়েছে।
[৪] পৌরসভার প্রকৌশলী ফয়সাল আহম্মেদ খান জানান, একটি ফগার মেশিন এবং দুইটি পাওয়ার স্প্রে মেশিন দিয়ে এই কর্মসূচি অব্যাহত রেখেছে পৌর কর্তৃপক্ষ।
[৫] বৃহস্পতিবার মশক নিধন কাজের তদারকি করেন আখাউড়া পৌরসভার সচিব মোঃ ফারুক, আখাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, পৌরসভার একাউন্টস অফিসার মো:লিয়াকত, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া প্রমুখ। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী