শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুত রাণীশৈংকল

রাণীশংকৈল প্রতিনিধি : [২] স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকেই টাঙ্গানো রয়েছে নোভেল করোনা আক্রান্তের কারণ ও প্রতিকার মুলক নির্দেশনা ব্যানার।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধের সকল পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন তলায় ৩০১ নং কেবিন সাজানো হয়েছে করোনা আক্রান্তের রোগীদের চিকিৎসা সেবা কক্ষ।

[৪] এছাড়াও করোনা নিয়ে আতংকিত না হওয়ার আহবান জানিয়ে সকল চিকিৎসক স্বাস্থ্যকর্মি নার্সরা বলছেন, “করোনা ভাইরাস নিয়ে ভয় নেই আমরা প্রস্তুত”। ঠিক এমনি চিত্র উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা জেলা ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

[৫] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলছে, বিশ্বব্যাপী প্রাণঘাতী নোভেল করোনা ছড়িয়ে পড়লেও দেশের অভ্যন্তরে করোনা সংক্রমণ হয়নি। তবে বিদেশ ফেরত মানুষরা এ ভাইরাস নিয়ে দেশে আসলেও তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সে ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও নিবিড় পর্যবক্ষেণ কক্ষ প্রস্তুত করা হয়েছে। উপজেলায় এ ধরনের রোগে আক্রান্ত মানুষের খবর পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন মনে হলে নিজস্ব ব্যবস্থাপনায় ও পরিবহনে ঢাকা করোনা প্রতিরোধ সেন্টারের পাঠানো হবে।

[৬] এছাড়াও উপজেলার ২৬টি কমিউনিটি ক্লিনিকে করোনা আক্রমণ ও প্রতিকারের বিষয় নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। তাছাড়াও উপজেলার স্বাস্থ্য কর্মিরা তাদের নিয়ন্ত্রনিত ওয়ার্ড গুলোতে সচেতনমুলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

[৭] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম বলেন, প্রস্তুত করা হয়েছে করোনা নিয়ন্ত্রণ কর্ণার(কক্ষ)। করোনা নিয়ে আতংক হওয়ার কিছু নেই। সচেতন হলেই এ রোগ আক্রমণের সুযোগ নেই।

[৮] উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা ভাইরাস প্রতিরোধ ও প্রতিকারের প্রচারণা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত করা হয়েছে করোনা নিয়ন্ত্রণ কর্ণার(কক্ষ)। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়