শিরোনাম

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের বিরল ৩ সাদা জিরাফের দুটিকে হত্যা করল শিকারীরা

সামিউল শাওন: [২] মঙ্গলবার দেশটির সংরক্ষণকারীরা জানিয়েছেন, উত্তর-পূর্ব গারিসে মা ও শাবকসহ তিনটির মধ্যে দুটি জিরাফকে এক দল শিকারি হত্যা করে। ওই এলাকায় এ দুটি জিরাফের মৃতদেহের খোঁজ মেলে। এখন শুধু আর একটি মাত্র সাদা জিরাফ বেঁচে রইল পৃথিবীতে। সেটি একটি পুরুষ সাদা জিরাফ।

[৩] কেনিয়ার গারিসা কাউন্টি রিজার্ভের ম্যানেজার মোহাম্মদ আহমেদ নুর বলেন, সাদা জিরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর দিনটিকে দুঃখের দিন হিসেবে অভিহিত করেন নূর। এটি গবেষক এবং কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বিকাশে যারা কাজ করে যাচ্ছেন তাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরাই বিশ্বের একমাত্র সম্প্রদায় যারা বিরল সাদা জিরাফের রক্ষক।

[৪] ২০১৬ সালে তানজিনিয়ায় বিরল সাদা জিরাফের দেখা মেলে। এর দুই মাস পর কেনিয়ায় দেখা যায় জিরাফগুলিকে। ২০১৭ সালে তোলা ছবির মাধ্যমে সাদা জিরাফের খবর ছড়িয়ে পড়ে বিশ্বে ।

[৫] আফ্রিকায় গত ৩০ বছর ধরে জিরাফ শিকারের মাত্রা বেড়েছে। আফ্রিকার বন্যপ্রাণী ফাউন্ডেশনের এক তথ্যমতে, গত ৩০ বছরে মোট জিরাফের ৪০ শতাংশই হত্যা শিকার হয়েছে। মাংস ও চামড়ার জন্য চোরাকারবারিরা এসব জিরাফ হত্যা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়