আন্তর্জাতিক ডেস্ক: [২] ভারতের পশ্চিমবঙ্গে কোভিড-১৯ করোনাভাইরাসে সংক্রামিত কোনো রোগী নেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গণমাধ্যমে এসব কথা জানান মমতা।
[৩] তিনি বলেন, সতর্ক থাকতে যাদের সন্দেহ হয়েছে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের উপর নজরদারিও রয়েছে।কোন ভাবেই যাতে করোনা ভাইরাসের সংক্রমণ বাংলায় ছড়িয়ে না পড়ে সে জন্য সবাই সতর্ক। সেই সঙ্গে সতর্ক রয়েছে স্বাস্থ্য দফতর ও স্বাস্থ্য প্রশাসন। ঠাণ্ডা আর কাশি নিয়ে তিন জন ভর্তি রয়েছেন, কিন্তু তাদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন।
[৪] সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ কর্মীদের লক্ষ্য রাখতে হবে। যাতে কেউ গুজব ছড়াতে না পারে। আর আমিও এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে বলেছি, যেন গুজবের কারণে রাজ্যের পরিস্থিতি নষ্ট না হয়।
[৫] জানা যায়, এ পর্যন্ত ভারতে ৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ বুধবার একজনের দেহে করোনা শনাক্ত করা হয়।
সূত্র: এনডিটিভি বাংলা