মাজহারুল ইসলাম : [২] স্থানীয় সময় গতকাল দুপুরের দিকে এ ভূমিকম্প আঘাত হানলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। ডেইলি মেইল
[৩] ইতালির ভূতত্ত¡ ও আগ্নেয়গিরিবিষয়ক ইনস্টিটিউট বলেছে, দুপুর ২টা ১৭ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিলো ২ দশমিক ৬।
[৪] স্থানীয়দের বরাতে সংবাদমাধ্যম আনসা ক্রোনিক্যাল জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো তুসকানির লুসা প্রদেশে ৫ মাইল ভূগর্ভে। তুসকানির ক্যামাইওর ও পার্শ্ববর্তী ভায়ারেগিও অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।
[৫] ইতালিতে এমন সময় এই ভূমিকম্প আঘাত হানলো, যখন দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ ব্যাপক আকার ধারণ করেছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বেইজিং। তবে চীনের পর এখন করোনাভাইরাসের সর্বোচ্চ বিস্তার ঘটেছে ইতালিতে।