শিরোনাম
◈ পুলিশ নির্বাচনী দায়িত্বসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম: আইজিপি ◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভুলে শাস্তি পাওয়ায় আপিল করে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন পেরেরা

স্পোর্টস ডেস্ক : [২] শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরার বিরুদ্ধে আনা অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় তিনি মোটা অঙ্কের অর্থ ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির কাছে থেকে। নিউজিল্যান্ড সফরে থাকাকালীন তার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ এনে তা প্রমাণ করা হয়েছিল কিন্তু পরে আবার সেটা ভুল প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত।

[৩] নিউজিল্যান্ড সফরের সময় পেরেরার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ আনা হয়। পেরেরা বরাবরই তা অস্বীকার করে আসছিলেন। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির রিপোর্টে প্রথমে এই অভিযোগ প্রমাণিত হয়। ফলে নিষেধাজ্ঞায় পড়তে হয় পেরেরাকে। সংস্থাটির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার মামলা করেন তিনি। মামলার খরচ চালাতে প্রায় ১ লাখ মার্কিন ব্যয় করেন তিনি।

[৪] মামলার পরে পেরেরাকে আবারো পরীক্ষার সম্মুখীন হতে হয়। এবারে তার পক্ষেই রায় আসে। প্রমাণিত হয় তিনি নির্দোষ ও আগের পরীক্ষার রিপোর্টটি ভুল ছিল। পেরেরা নির্দোষ প্রমাণিত হওয়ার পরে তার আইনি সহায়করা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির সাথে ক্ষতিপূরণের ব্যাপারে আলোচনা করে।

[৫] যেহেতু এই ব্যাটসম্যান প্রায় ৬ মাস সব সংস্করণের ক্রিকেট থেকে বিরত ছিল তাই হিসাব করে সেই পরিমাণ অর্থ তাকে ক্ষতিপূরণ হিসাবে দেয়ার দাবি করা হয়। দুইপক্ষের সমঝোতায় ঠিক হয়েছে এই লঙ্কান ব্যাটসম্যানকে ৫ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়া হবে। খবর : ক্রিকটাইম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়