শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় কোটি কোটি মশা, সবার কি ডেঙ্গু হয়েছিলো? হয়নি, সবার করোনাও হবে না, ভয় না পেয়ে নিয়ম মেনে চলুন

 

ডা. আবদুন নূর তুষার: ১. আপনি সব স্যানিটাইজার একাই কিনলেন। সব মাস্ক, সব সাবানও আপনি কিনে নিলেন। এতে করে আপনি বেশি নিরাপদে বাঁচবেন না। বরং আপনার চারপাশে সবার হাতে ভাইরাস থাকবে। কারণ তাদের স্যানিটাইজার নেই। সাবান নাই। তখন আরও বেশি করে ভাইরাসে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই স্যানিটাইজার, মাস্ক, টয়লেট পেপার বা সাবান মজুদ করলে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি।
২. মনে করেন আপনি একাই সুস্থ আছেন। তাতে আপনার মরার সম্ভাবনা বাড়বে। কারণ সবার শেষে একদিন আপনি যখন অসুস্থ হবেন তখন আপনাকে সেবা করার লোক নেই। ৩.সকলেই ভালো থাকতে চায়, সুস্থ থাকতে চায়। কিন্তু স্বার্থপরের মতো একা বাঁচতে গেলে আপনার বিপদের সম্ভাবনা বেশি হবে। ৪. এভাবে মজুদ করলে লোকে একদিকে যেমন আপনাকে স্বার্থপর মনে করবে তেমনি চোর ডাকাতের লক্ষ্যবস্তুতেও আপনি পরিণত হবেন। সব স্যানিটাইজার আপনার কাছে, এটা জানলে আপনি করোনা তে আক্রান্ত না হয়ে, মার খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন।

৫. বেশি বেশি করে সাবান ঘষলে বা স্যানিটাইজার ঢেলে দিলেই জীবানু বেশি মরে না। বরং এসব সঠিক পদ্ধতিতে ব্যবহার করা জরুরি। ইউটিউবে ভিডিও আছে। স্বাস্থ্য সংস্থা, এনজিও এমনকি সাবান প্রস্তুতকারকেদের ওয়েব সাইটে বিশদ বর্ণনা পাবেন। ৬. ভিটামিন সি অতিরিক্ত খেলে কোনো লাভ নাই। এটা যতোটুকু প্রয়োজন ততোটুকু রেখে শরীর বাকিটা বের করে দেয়। এটা শরীর জমা করে রাখে না। সারাদিনে একটা লেবু বা অর্ধেকটা পেয়ারা বা একটা আমলকি যথেষ্ট। তাই বেশি বেশি ভিটামিন সি খেলে ভাইরাস আপনাকে আক্রমণ করে অসুখ তৈরি করবে না, কথাটা ঠিক না। বেশি খাওয়ার দরকার নাই, যতোটুকু দরকার ততোটুকুই যথেষ্ট। সারাদিনে ৫০০ মিলিগ্রাম এর দুটো ভিটামিন সি অনেক। ৭. পানি খান পরিমাণ ও পিপাসা অনুযায়ী। পানি খেলে ভাইরাস পেটে চলে যাবে এটা মিথ্যা। ৮. সুস্থ লোকের মাস্ক পরার কোনো দরকার নাই। যার হাঁচি কাশি আছে তিনি মাস্ক পরবেন। মাস্ক সঠিক জায়গাতে ফেলবেন। যেমন কোনো বদ্ধ কনটেইনার, বিন বা মাটির গর্তে। ৯. যেখানে সেখানে থুথু ফেলা, হাঁচি কাশি দেয়া ঠিক না। নিয়ম মেনে নাক মুখ কনুই দিয়ে ঢেকে হাঁচি দিন। পরিচ্ছন্নতা মেনে চলেন। হাত দিয়ে মুখ স্পর্শ করা, নাক খোঁচানো , এসব ঠিক না। ১০. ঢাকায় কোটি কোটি মশা। সবার কি ডেঙ্গু হয়েছে? সেরকম সবার এই অসুখও হবে না। ভয় না পেয়ে নিয়ম মেনে চলুন। ১১. যাদের হৃদরোগ, কিডনি রোগ, হাঁপানি, ফুসফুসের রোগ, এসব আছে তারা সেসব রোগের জরুরি ঔষধ কাছে রাখুন ও বেশি সাবধানতা অবলম্বন করুন। ১২. হাবি জাবি , গুজব শেয়ার দিয়ে লোকজনকে বিভ্রান্ত না করে নিজে জানুন ও যাচাই করে শেয়ার করুন। ১১. করোনাভাইরাসের বিষয়ে হটলাইন নম্বরগুলো হাতের কাছে লিখে রাখুন। ০১৯৩৭১১০০১১ , ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫।

১২. বছরে প্রায় তিন থেকে ছয় লাখ মানুষ প্রচলিত ইনফ্লুয়েঞ্জা তে মারা যায়। ৫০ লাখের বেশি লোক সিরিয়াস কেস হয়ে হাসপাতালে যায় বা বিশেষায়িত চিকিৎসা নেয়। তাই আপনার পাশে কেউ হাঁচি কাশি দিলেই তাকে করোনা রোগী ভাবা ঠিক না। এটা সাধারণ ফ্লূও হতে পারে। ১৩.জ্বর ও শ্বাস কষ্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, যেটা হলেই হাসপাতালে যান বা ডাক্তারের পরামর্শ নিন। সর্দি কাশি হলে বা জ্বর হলে নিজেই নিজেকে বাসায় বন্দী করুন। করোনার পরীক্ষা করিয়ে নিন। সেরে না ওঠা পর্যন্ত বাইরে বের হবেন না। ১৪. সবচেয়ে বেশি ভয় ডাক্তার ও স্বাস্থ্যসেবা কর্মীদের। তারা কিন্তু সাহসের সাথে সারা দুনিয়াতে চিকিৎসা করছেন। যেভাবে সবাই ভয় পাচ্ছেন, তাতে চীনে কিন্তু এতোদিনে সব ডাক্তার নার্স মরে যাওয়ার কথা। সেটা কিন্তু হয় নাই। তাদের দেখে সাহসী হোন। আপনার ঝুঁকি যেকোনো ডাক্তার বা নার্সের চেয়ে বহুগুণ কম। ভয় নয়, আতঙ্ক নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে এই ভাইরাসের বিষয়ে জানুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়