শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ভীত নয় অস্ট্রেলিয়া, হ্যান্ডশেকের সিদ্ধান্তে অটল স্মিথরা

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বব্যাপি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থানে রয়েছে দেশগুলো। এদিকে ক্রীড়াঙ্গনে ভাইরাসটির প্রভাবে সম্প্রতি করমর্দন করবে না বলে ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে ঐতিহ্য ধরে রাখতে করমর্দন বাদ দিতে নারাজ অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

[৩] বিশ্বজুড়ে মানুষ করোনা ভয়ে যখন ভীত ঠিক তখনই সাহসিকতার পরিচয় দিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। চিকিৎসক ও বিশেষজ্ঞরা যখন নির্দেশ দিচ্ছেন করমর্দন না করার ব্যাপারে, যেখানে অজি কোচ স্পষ্ট জানালেন করমর্দনের ঐতিহ্য এতো সহজে বন্ধ করবে না তার দল। দক্ষিণ আফ্রিকায় সিরিজ শেষ করে ল্যাঙ্গার বলেন, ‘না, আমরা অবশ্যই করমর্দন করবো। দেখুন, অস্ট্রেলিয়ার জার্সিগুলোতে কিন্তু শতশত হাতের স্পর্শ আছে। আমরা করমর্দন চালু রাখব।’

[৪] অজিদের পরবর্তী সিরিজ ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে; শুরু হবে আগামী শুক্রবার (১৩ মার্চ)। সিরিজে থাকছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

[৫] অপরদিকে ইংল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে আর করমর্দন করবে না। এ ব্যাপারে অধিনায়ক জো রুট বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা বেশ অসুস্থতার কবলে পড়েছিলাম। তাই এখন সতর্ক থাকতে চাচ্ছি। ময়লা ও ব্যাকটেরিয়া ছড়ানো ও তারা থেকে নিরাপদ থাকার ব্যাপারে আমাদের মেডিকেল টিম থেকে উপদেশ পেয়েছি। আমরা এখন করমর্দন করছি না। নিয়মিত বিরতিতে আমরা হাত ধুয়ে পরিষ্কার রাখছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়