শিরোনাম
◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোস্তাফিজুর রহমান : [২] রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মৃধাবাড়ী এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মো. ইমন সরকার (২৪) নামের এক যুবক নিহত ও কৌশিক (২২)নামের আরো এক যুবক আহত হন। এ ঘটনায় মর্ডান পরিবহনের যাত্রীবাহী বাস জব্দ।

[৩] সোমবার দুপুর সাড়ে ১২টায়এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে।

[৪] নিহতের ভাই মহন সরকার জানান, ইমন তার এক বন্ধুকে যাত্রাবাড়ীতে রিসিভ করার জন্য গিয়েছিল সেখান থেকে মোটরসাইকেলে দুজন বাসায় ফেরার পথে মৃধাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় আহত হন। পরে দুজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ইমনকে মৃত্যু ঘোষণা করে। আহত কৌশিক এখনো চিকিৎসাধীন রয়েছে।

[৫] যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই ফারজানা আক্তার জানান, মর্ডান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে দ্রুত গতিতে আশায় অপরদিকে মোটরসাইকেল আরোহী রাস্তায় স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পরিবহনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন পরে পথচারীরা দুজনকে মেডিকেলে নিয়ে আসলে ইমনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত কৌশিক পায়ে আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মডার্ন পরিবহনের যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে।

[৬] নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিরদার উপজেলার রব সরকারের ছেলে ইমন। বর্তমানে ডেমরাবাসেরপুল কোনাপাড়ায় নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতেন। মৃত ইমন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।

[৭] যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই ফারজানা আক্তার জানান, পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়