শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চবি ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক ছাত্র বহিষ্কার

চট্টগ্রাম প্রতিনিধি: [২] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পর এবার এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে চবি শিক্ষার্থী প্রবীর ঘোষকে।

[৩] রোববার (৮ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের নেওয়া এ সিদ্ধান্তের বিষয়টি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।

[৪] বহিষ্কার আদেশে বলা হয়, ‘গত ১ মার্চ চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১১তম ব্যাচের র‌্যাগ ডে শেষে ফেরার পথে মাস্টার্সের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী প্রবীর ঘোষকে। বহিষ্কারাদেশ ১ মার্চ থেকে কার্যকর হবে’।

[৫] বহিষ্কারের তারিখ থেকে প্রবীর ঘোষের ভর্তি বাতিল বলে গণ্য হবে। ফলে তিনি ক্লাস কিংবা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অথবা আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। এ আদেশ অমান্য করলে তাকে গ্রেফতার এবং ফৌজদারি মামলা দায়ের করতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে’।

[৫] এর আগে গত ১ মার্চ রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন প্রবীর ঘোষকে। পরীক্ষার কারণ দেখিয়ে ৪ মার্চ জামিন পান প্রবীর ঘোষ। এর প্রতিবাদে ৫ মার্চ ধর্মঘট করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়