কূটনৈতিক প্রতিবেদক : [২] টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, জাপান থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কোনো নিষেধাজ্ঞা জারি করেনি কিংবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ হয়নি।
[৩] এর আগে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার বরাদ দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে জাপানের নাগরিকদের বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেয়া হয়েছে।
[৪] বাংলা নিউজ জানায়, এ পরিপ্রেক্ষিতে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস বিষয়টি স্পষ্ট করলো।